আমাদের কথা খুঁজে নিন

   

উন্নয়ন পরিকল্পনায় চাই, ফ্যামিলি আই ,ডি

কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....

ন্যাশনাল আই ডির মেয়াদ করা হয়েছে ১৫ বছর। যে ভাবনা থেকে এই ন্যাশনাল আইডির প্রয়োজন এবং তাগিদ অনুভব করেছিল সরকার বা প্রশাসন তা থেকে অনেক দূরে সরে এসেছে। ন্যাশনাল আই ডি বা জাতীয় পরিচয় পত্র যে কার্যকারিতা তার সম্পর্কে মানূষকে সচেতন এবং তার ব্যাবহার বাড়ানো প্রয়োজন। দুঃস্থ অতি দুঃস্থ পরিবারগুলোকে সহায়তার আওতায় আনতে হলে ফ্যামিলি আইডি তৈরী করলে সেই পরিবার অনুপাতে সহায়তার পরিমান সহজে নির্ধারন করা যেত। তাছাড়া ত্রান ও পুনর্বাসন একটি চলমান প্রক্রিয়ার অংশ হিসাবে এই সব কাজ সারা বছর ব্যাপি করতে হবে।

শুধু দুঃস্থদের জন্যে নয় ধনীদের জন্যে ও এই ফ্যামিলি আই ডি জরুরী কারণ ব্যাংক হইতে পরিবারের অন্য অনেক সদস্যদের নামে সি আই বি এড়াতে একাধিক নামে ব্যাংক ঋণ নেয়ার প্রবণতা লক্ষ করা যায়। সেখানে ফ্যামিলি আই ডি থাকলে জানা যেত কতগুলি পরিবার একাধিক ঋণ নিয়ে থাকে। ত্রাণ পুনর্বাসন করতে হবে পরিবার ভিত্তিক । এই ডাটা ত্রান ও পুনর্বাসন মন্ত্রনালয়ে থাকতে হবে। কোন দূর্যোগ পরবর্তি সময়ে এই এলাকা ভিত্তিক ডাটা থেকে অনুমান করা যাবে সেই এলাকায় কতটি পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে এবং সেই তালিকা থেকে ত্রান পরিচালনা করা সহজ হবে।

ন্যাশনাল আই ডি সারা জীবনের জন্যে সংরক্ষন করা জরুরী এবং শুধু আবেদন এর প্রেক্ষিতে স্থান পরিবর্তন করা যাইবে। তার ভিত্তিতে পরিকল্পনা প্রণয়ন অনেক সহজ হওয়ার কথা। ফ্যামিলি আইডি জরুরী ভিত্তিতে প্রণয়ন করতে হবে। এবং তার সূফল গুলো সরকার হাতে হাতে পেয়ে যাবে বলে আমি মনে করি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।