আমাদের কথা খুঁজে নিন

   

রংধনুর ছায়া

চাঁদের দিকে হাত বাড়ালে তার আলো কিছুটা লেগে যায় চিত্তে ১. আমি কবিতা লিখতে জানি না শুধু আমার বেদনা গুলোকে সাজাই আমি কাজলের রঙে কবিতার মাত্রা-ছন্দ কিছুই আমার জানা নেই কিন্তু কষ্টের সাগরের পাতাল আমি ছুঁইতে পারি অনায়সে গোধুলীর আলো কোন প্রিয়াকে শেষ সিঁধুর পরিয়ে দেয় আকাশের মনে জমে থাকে কতটা নীল আমি জানি এমন বেদনা বোধ কজনের হয়, বলো? সবাই তো কষ্ট পেতে জানে না। কষ্টকে ভালবাসতে পারে না সকলে। ২. কি করছ? একবার তাকাও না কেন? আর কত অপলক চেয়ে থাকা! আমি কি তোমার কাছে উচ্ছিষ্ট ধরে থাকা কোন থালা? ঘরের কোনে বেশীক্ষণ পড়ে থাকলে গন্ধ বের হয়। দ্রুত ফেলে দিলেই তোমার মুক্তি মেলে। একদিন তোমার উচ্ছাসের দোলায় আমি পাখির মতো আকাশে ডানা মেলতাম। উড়তে উড়তে আকাশ ফুঁড়ে ছুইয়ে ফেলতাম গ্রহ -নক্ষত্ররাজী। প্রেমে পড়লে সব কিছু বুঝি কবিতা হয়ে ওঠে! তুমি ছুঁইলে নদী ভরে যেত মদিরায়! তুমি গাইলেই বসন্তের আগুন লেগে যেত ধরায় ! ভুলে যেতাম পিছনে ফেলে গেছি কঠিন এক বাস্তবতার পাহাড় যেদিন সত্যের হ্যাচকা টানে আমায় ফেলে দিলে জমিনে আমার এমন পতনে পাহাড়টায় সাগর হল কঠিন শিলাগুলো ভেঙ্গে হল স্মৃতির ফুটন্ত গরল! আমি ভাসতে আছি সেই গরলে- প্রতিদিন আমি সেই উত্তাপে পুড়ে পুড়ে ক্ষয়ে যাই! তোমার আর সময় হয় না ফিরে তাকাবার। আমি আজও তাকিয়ে থাকি তোমার পানে অপলক- ৩. কি ক্ষতি করেছি তোমার এমন কষ্ট দিলে? উপেক্ষাই যদি করবে তবে কেন কাছে নিলে? পোষাকের মতো বদলে ফেলে সম্পর্ক কেন এভাবে হারিয়ে দিলে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।