আমাদের কথা খুঁজে নিন

   

চাদাঁবাজী ও শ্রমিক নির্যাতন বন্ধের দাবিতে টঙ্গীবাড়ীতে অনির্দৃষ্ট কালের জন্য পরিবহন ধর্মঘট ॥ জনগনের চরম ভোগান্তি

আমাদের বশুবাড়ীর ঘাটের ঐতিয্য আর রক্ষাকরা গেলনা সেখানে াখেন এখন বাজে লোকেরা আড্ডা মারে। মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কালীবাড়ী-বেতকা হয়ে গুলিস্তান রুটে ডি,এম ও এস,এস পরিবহনে সোনারং ও টঙ্গীবাড়ী পয়েন্টে চাদাঁবাজী ও শ্রমিক নির্যাতন বন্ধের দাবিতে আজ বুধবার থেকে অনিদিষ্ট কালের জন্য পরিবহন ধর্মঘট ডেকেছে পরিবহন শ্রমিকরা। এতে এ রুটের হাজার হাজার যাত্রী চরম বিপাকে পড়েছে। জানগেছে , উপজেলার কালিবাড়ী,বেতকা হয়ে গুলিস্তান রুটে চলাচল রত ডি,এম ও এস, এস পরিবহনে দির্ঘদিন যাবৎ প্রতিদিন প্রতি গাড়ি হতে টঙ্গিবাড়ী বাজারে ৭০ টাকা ও সোনারং মোড়ে ৫০ টাকা করে প্রকাশ্যে চাঁদা নেওয়া হয়। কোন গাড়ি চাঁদা দিতে অস্বিকার করলে মতাসীন দলের সন্ত্রাসীরা শ্রমিকদের মারধর করে গাড়ি ক্যাশ ছিনিয়ে নেয়।

গত ৪ জুন এস,এস পরিবহনের শ্রমিক জাহাঙ্গীর (২৮) সোনারং মোরে চাদাঁ দিতে অস্বিকার করলে মতাসীন দলের কতিপয় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে গুরুতর জখম করে। শ্রমিকরা জানায় এ ব্যাপারে শ্রমিকরা টঙ্গীবাড়ী থানায় অভিযোগ করতে গেলে নির্বাচনী ব্যাস্ততা দেখিয়ে অভিযোগটি এড়িয়ে যান টঙ্গীবাড়ী থানা সেকেন্ড অফিসার প্রদিপ কুমার। গত মঙ্গলবার রাতে সোনারং মোড়ে ডি, এম পরিবহনের চালক রুবেল (৩০) চাদাঁ দিতে অস্বিকার করায় একই সন্ত্রাসীরা ব্যাপক মারধর করে তাকে গুরুতর আহত করে। পরে তাকে ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে শ্রমিকরা প্তি হয়ে অনিদিষ্ট কালের জন্য এ রুটে পরিবহন ধর্মঘটের ডাক দেয়।

এ ব্যাপারে শ্রমিক নেতা অহিদুজ্জামান অলি জানান,আমরা বহুবার থানায় অভিযোগ করলে ও তারা কোন ব্যাবস্থা গ্রহন করেনি। বরং সন্ত্রাসীরা বার বার আমাদের হুমকী দিয়ে বলে আমরা পুলিশ প্রশাসন সহ সব জায়গায় টাকা দেই তোরা যতই অভিযোগ দেছ চাঁদা না দিয়ে গাড়ি চালাতে পারবিনা। এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানার সেকেন্ড অফিসার প্রদিপ কুমার এর সাথে যোগাযোগ করা হলে সে ওসি সাহেব সব কিছু জানেন বলে এড়িয়ে যান। তবে টঙ্গীবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ আবদুল্লাহর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন এ ব্যাপারে আমি কিছুই জানিনা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।