আমাদের কথা খুঁজে নিন

   

তারযুক্ত বনাম তারবিহীন নেটওয়ার্ক।

www.pricebazar.com বাসা কিংবা ছোট অফিসের জন্য তারযুক্ত কিংবা তারবিহীন কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করতে পারেন। তারযুক্ত ইথারনেট নেটওয়ার্ক অনেক দিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। সেই তুলনায় তারবিহীন নেটওয়ার্কের ধারণা নতুন। তবে এটি ক্রমেই জনপ্রিয়তা পাচ্ছে। তারযুক্ত কিংবা তারবিহীন_উভয় প্রযুক্তিরই কিছু সুবিধা ও অসুবিধা রয়েছে।

আমরা এখন সেসব দিক সম্পর্কে জানব। তারযুক্ত নেটওয়ার্ক তারযুক্ত নেটওয়ার্কে ইথারনেট কেব্ল্ ও নেটওয়ার্ক অ্যাডাপটার ব্যবহার করা হয়। যদিও দুটি কম্পিউটারকে ইথারনেট ক্রসওভার কেব্লের মাধ্যমে যোগ করা যায়, তবু সাধারণত একাধিক কম্পিউটারকে যুক্ত করার জন্য তারযুক্ত নেটওয়ার্কে রাউটার, হাব কিংবা সুইচের মতো কেন্দ্রীয় ডিভাইস দরকার হয়। তারযুক্ত নেটওয়ার্কে ডায়াল-আপ কানেকশন ব্যবহারের জন্য যে কম্পিউটারে সেই কানেকশন আছে, সেখানে অবশ্যই ইন্টারনেট কানেকশন শেয়ারিং ইনস্টল ও এনাবল করা থাকতে হবে। ইন্টারনেট কানেকশন শেয়ারিং না থাকলে এ রকম কিছু সফটওয়্যার, যেমন_প্রক্সি সার্ভার চালাতে হবে।

এর ফলে ওই LAN-এর অন্যান্য কম্পিউটারও সেই ইন্টারনেট কানেকশন ব্যবহার করতে পারবে। ব্রডব্যান্ড রাউটার ব্যবহার করা হলে সেখানে ইন্টারনেট কানেকশন শেয়ার করার সহজ পদ্ধতি থাকে। এর মাধ্যমে কেব্ল্ মডেম কিংবা DSL ইন্টারনেট কানেকশন শেয়ার করা সম্ভব হয়। কোনো কোনো ব্রডব্যান্ড রাউটারে বিল্ট-ইন ফায়ারওয়াল থাকে। ইনস্টলেশন তারযুক্ত নেটওয়ার্কে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারকে যুক্ত করার জন্য প্রতিটি কম্পিউটারকে কেন্দ্রীয় হাব বা সুইচের সঙ্গে তার দিয়ে যুক্ত করতে হবে।

এসব কেব্ল্ সাধারণত মেঝের নিচ দিয়ে কিংবা সিলিঙের মধ্য দিয়ে টানা হয়। এই কেব্ল্ টানা বেশ ঝামেলার কাজ, সময়সাপেক্ষও বটে। একাধিক রুমে ও একাধিক ফ্লোরে কেব্ল্ টানার দরকার হলে সেটি আরো জটিল আকার ধারণ করে। তবে কোনো নতুন অফিসে আপনি আগে থেকেই CAT5 UTP কেব্ল্ ইনস্টল দেখতে পাবেন। এ রকম ক্ষেত্রে কেব্লিংয়ের ঝামেলা থাকে না।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.