আমাদের কথা খুঁজে নিন

   

"ডেইফ এন্ড ড্যাফোডিল "

"আমারে ফিরায়ে লহো অয়ি বসুন্ধরে, কোলের সন্তানে তব কোলের ভিতরে"-শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর আমি ডেইফ এক নষ্ট ইন্দ্রীয় আমি আজ মৌন ও বাকহীন শব্দের খেলা আমায় ছুঁয়ে যায় না সময় আমাকে বদলে দিয়েছে অসহায়ত্ব ঘুচাতে আমি শব্দ খুঁজে ফিরি নাহ, আমি এমন ছিলাম না উচ্ছল ও দুর্বার ছুটে চলা মহুর্তেই আপন করা অবারিত সৌন্দর্যে দ্বিগজয়ী পিছু ফিরে দেখা আমার ছিল না ঝরের তান্ডবে তাল মেলানো পথে হেঁটেছি আমি তারপর একদিন হঠাৎ করেই, কিছুটা আচমকা সৌরের ধুমকেতুর ন্যায় অথবা মেঘহীন আকাশের বৃষ্টির ন্যায় আমার জীবনে শুভ্র স্পর্শ আসে বিমোহিত এক ঘ্রাণ একটুক ছোঁয়া লাগে উত্তাল হাওয়ার ঝাপটায় আমি উন্মাদ হয়ে উঠি ড্যাফোডিল এর মাতাল রূপে সেই প্রথম নিজেকে হারানোর অনুভূতি নিজেকে খুঁজে নেওয়া অন্য কারোর মাঝে এরপর একদিন কালবৈশাখীর তান্ডব কিছু অসহায় স্মৃতি যুদ্ধের ভায়াবহতার স্বরূপ সেদিন থেকে আমি ডেইফ এক নষ্ট ইন্দ্রীয়....... আমি ড্যাফোডিল মনমুগ্ধকর পুষ্পরানী সৌন্দর্যে মনমোহিনী আমি নিষ্পাপের কামনা স্বর্গের মাতোয়ারা লাবণ্য আমায় ঘিরে থাকতো সারাটিক্ষণ এক শিশির ভেজা ভোরে ম্লান সুর্যের আলোতে আমার জন্ম পৃথিবীর জন্জালের মাঝে সম্ভাবনা বিয়ে আমার আগমন আমি চেয়েছি রাঙিয়ে দিতে আমার আপন সব রং এ আমার মাঝেও অপূর্ণতা ছিলো আমাকে পূর্ণতা এনেদিয়েছিল ডেইফ একছঃত্র দাবিদার ভালোবাসার মানে আমি শিখেছি সেই লগ্নে আমাকে সিক্ত করেছিল জোঁনাকির আলো দুজনের ছুঁয়ে যাওয়া মহুর্ত চৌম্বকের আবেশ হতেও জোড়ালো দুহাতে স্বপ্ন এনে দিয়েছিল কুমারের চাকতিতে স্বপ্ন গড়া দেখছি কত অনুভূতি আর স্পর্শ বাঁধাহীন জোয়ারের গতিতে সাদাকালো পৃথিবী রাঙানোর প্রত্যয় কখনো নরম ঠোঁটে তুলির ছোঁয়া নির্বাক হেঁটে যাওয়া আঁকাবাঁকা পথে অনামিকায় ঘাসের আন্গুটি মহুর্মুহ তাকিয়ে দুচোখের কালোয় এরপর একদিন কালবৈশাখীর তান্ডব স্বল্পসময়ের জন্য আমার আগমন ধন্য করেছিলে তুমি রিক্ততায় ক্লিষ্ট হয়েছি ক্ষমা করো আমায় প্রিয়....... ******************************************************************** উৎসর্গঃ ব্লগার ডেইফ (দাইফ) ভাইয়া যার অনুপ্রেরণায় লেখালেখি চালিয়ে যাচ্ছি। যিনি বাস্তব জীবনে আমাকে নিজের আপন ভাই দাবী করেন। কৃতজ্ঞ আমি আমার এই বড়ভাইটির কাছে। লাভ ইউ ভাইয়া। আর কবিতার সাথে বাস্তবতা এবং ছবিটির কোন মিল নেই। মিল খুঁজতে যাওয়া সম্পূর্ণ বোকামি। ********************************************************************  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।