আমাদের কথা খুঁজে নিন

   

বিরক্তিতে চোখ বুজে আসে টিভি রিয়েলিটি শো'র বিচারকদের বকবকানি শুনে!

ইদানিং দেশের টেলিভিশন গুলোতে প্রতিভা অন্বেষনের নামে চলছে বিরক্তিকর ঘ্যাঘ্যানানি। আজ চ্যানেল আই এ দেখছিলাম 'মনে হয় সুন্দরী খোজার কোন অনুষ্ঠান'। বিচারক তানিয়া, নোবেল আর কানিজ। এখানে একটি ব্যাপার লক্ষ্য করলাম (তবে এই ব্যাপারটি আগের অনেক অনুষ্ঠানেও লক্ষ্য করেছিলাম)। কিন্তু এটি নিয়ে লিখলাম আজকেই প্রথম।

অনুষ্ঠানে কোন প্রতিযোগী পারফর্ম করার পর, প্রথম বিচারক যে কথা বলেন, পরের বিচারকরা সে কথা শুনে যেন হাফ ছেড়ে বাচেন। ভাবছেন হাফ ছাড়ার কি আছে? আছে রে ভাই...ঐ যে প্রথম জন যেই মন্তব্য করেন পরের বিচারকরা ঘুরে ফিরে সেই কথাই ভিন্নভাবে বলেন। প্রখম জন যদি ভূল করেও বলে ফেলেন, তোমার পারফর্ম তো দারুন হয়েছে। ব্যাস হয়ে গেল, পরের বিচারকরা যেন ঝাপিয়ে পড়েন সাথে সাথে। কেউ বলেন ও আল্লাগো এত সুন্দর পারফর্ম তো জিন্দেগীতেও দেখি নাই।

বড়ই সুন্দর। আর প্রথম জন যদি বলে, নাহ তোমারটা তেমন ভাল হয় নাই। ব্যাস, সাথে সাথে শুরু হয়ে যায় খূত ধরার প্রতিযোগীতা। তোমার ঐটা ভাল হয় নাই, এটা এমন করলে আরো ভাল হত। এটা এমন করো নাই কেমন।

আশ্চর্য লাগে বিচারকদের নিজেদের মধ্যে দারুন কেমিষ্ট্রি দেখে। ওরা সব যেন রসুনের এক গোড়া। যে ই প্রথমে বলার চান্স পায় অমনি সাবাই তার কথাকে স্বার্থক করার জন্য কোমর বেধে মাঠে নেমে পড়ে। আপনাদের কাছে অনুরোধ হে মহান বিচারকগণ, এইসব অনুষ্ঠানের মত সামাজিক অন্যান্য কাজেও নিজেদের সমাজের লোকদের পাশে বুক চিতিয়ে দাড়াবেন। কারন আমরা সারাদিন অনেক পরিশ্রম করে রাতে আপনারদের এইসব ছাগলামি সহ্য করি।

তাই পাগল চেতার আগেই....... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।