আমাদের কথা খুঁজে নিন

   

জিব্রাল্টার প্রণালি

নিজের জন্য সব গ্লাণী, সবার জন্য ভালোবাসা। জিব্রাল্টার প্রণালি জিব্রাল্টার প্রণালি ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের সংযোগ সাধন করেছে। ভূমধ্যসাগরের পশ্চিম প্রান্তে এবং স্পেনের দক্ষিণ প্রান্তে এর অবস্থান। জিব্রাল্টার প্রণালিকে ভূমধ্যসাগরের চাবি বলা হয়। ভূমধ্যসাগরের প্রবেশদারে অবস্থিত এ প্রণালিতে ব্রিটেনের শক্তিশালী নৌঘাঁটি রয়েছে।

১৯৪৫ সাল থেকে স্পেন এই প্রণালিটি তাকে ফিরিয়ে দেওয়ার জন্য ব্রিটেনের নিকট দাবি করে আসছে। কিন্তু ব্রিটেন এ কর্তৃত্ব স্পেনকে হস্তান্তর করতে চাচ্ছে না। এর কারণ, সামরিক ও বাণিজ্যিক দিক থেকে এ প্রণালির গুরুত্ব অপরিসীম। এই প্রণালির মাধ্যমে যুদ্ধ জাহাজ ও বাণিজ্য সাহায্য সহজে ভূমধ্যসাগরে উপস্থিত হতে পারে এবং সেখান থেকে সুয়েজ খাল দিয়ে লোহিত সাগরে প্রবেশ করতে পারে। প্রণালি নৌপথকে অনেক সংক্ষিপ্ত করেছে।

প্রণালিটি না থাকলে উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়ার যেকোনো জাহাজকে উত্তমাশা দ্বীপ হয়ে ঘুরে চলাচল করতে হতো। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।