আমাদের কথা খুঁজে নিন

   

আমার বুকমার্কগুলি যেভাবে অক্ষত অবস্থায় ফেরত পাইলাম !!!

আমি আজাদ। আমি কষ্ট করতে বেশী ভালবাসি.... তবে অবশ্যই তাতে কোন মিষ্ট ফলের আশা থাকতে হবে। গত কয়েকদিন আগে আমার কম্পিউটারটা নতুন করে উইন্ডোজ সেটাপ দিতে হয়েছিল। তখন আমি খুবই দুশ্চিন্তায় ছিলাম যে, আমার সাধের! প্রিয়!! প্রয়োজনীয়!!! বুকমার্কগুলি কি ফেরত পাবো? নাকি হায় হায় করে আবার নতুন করে সবগুলো খুজে খুজে বের করতে হবে? তাই সামুতে একটি পোষ্ট লিখেছিলাম ব্লগার ভাইদের সাহায্য চেয়ে যাতে মুক্ত মণ ভাইজান আমারে মজিলার সিঙ্ক অপশনের পরামর্শ দিয়েছিল। সেজন্য তাকে ধন্যবাদ না দিয়ে পারলাম না।

অতপর আমি যে সমস্যার সম্মুখীন হয়েছিলাম সেই সমস্যায় যেন আর কোন সামু ভাইকে না পড়তে হয় তাই এই পোষ্ট লিখতে বসলাম। এই পোষ্ট টি মুক্ত মণ ভাইকে উৎসর্গ করলাম। (মন থাইক্যা বলি নাই) এবার কাজের কথায় আসি____(কাজের কথা হেইডা আবার কী?) যদি আপনি আপনার প্রিয় বুকমার্কগুলি অক্ষত অবস্থায় দেখতে চান তবে... ১। প্রথমে আপনার মজিলা ফায়ারফক্স এর সবার উপরে বামপাশে ফায়ারফক্স বাটনে ক্লিক করুন অথবা মেনুবারের Tool মেনুতে গিয়ে এখান থেকে Set Up Sync বাটনটিতে ক্লিক করুন নিচের ছবির মতো করে। ২।

এবার নিচের ছবির মত করে Create a new account -এ ক্লিক করুন--- ৩। এবার একাউন্ট ইনফরমেশনে আপনার ই-মেইল এড্রেস ও যে কোন একটি পাসওয়ার্ড দিন। তবে মনে রাখতে হবে পাসওয়ার্ড একটু বড় করে দিতে হবে। তা নাহলে ফায়ারফক্স মামু মাইন্ড করে এরপরে অবশ্যই এগ্রিমেন্ট-এ টিক চিহ্ন দিয়ে Next বাটনে ক্লিক করতে হবে... ৪। এবার ফায়ারফক্স মামু আপনারে একটা Sync Key দিবে।

সেইটা আপনি ইচ্ছা করতে সেভ কইরা রাখতে পারেন অথবা প্রিন্ট কইরাও রাখতে পারেন। আবার Next চাপেন.... ৫। এবার একটা ক্যাপচা দিয়া কনফার্ম করুন এবং নেক্সট বাটনে ক্লিক করুন..... ৬। এখন এমন একটি ছবি দেখতে পাবেন Finish বাটনে ক্লিক করুন। এইবার আপনি তথা আপনার বুকমার্কগুলি সুরক্ষিত।

এরপর আপনার কাজ হলো মাঝে মাঝে Sync বাটনে ক্লিক করা যাতে করে আপনার বুকমার্কগুলির একটিও সিঙ্ক হওয়া থেকে বাদ না পড়ে। এখন থেকে আপনি যে কোন কম্পিউটারে বসে অথবা আপনার কম্পিউটার নতুন করে ইনষ্টল করার পরেও আপনার বুকমার্কগুলি আগের অবস্থায় দেখতে পারবেন। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে...... ৭। প্রথমে ফায়ারফক্স বাটন থেকে Set Up Sync বাটনে ক্লিক করুন নিচের ছবির মতো একটি ডায়লগ বক্স আসলে যেখানে I already have a firefox sync account লিখা আছে সেখানে Connect বাটনে ক্লিক করুন ৮। এবার নিচে দেখুন লেখা আছে I don't have the device with me এখানে ক্লিক করুন ৯।

নিচের চিত্রের মত একটা চিত্র আসবে এখানে আপনি সিঙ্ক করার সময় যে ই-মেইল ও পাসওয়ার্ড লিখেছিলেন সেটা লিখুন। আর Sync Key -তে আগে সিঙ্ক করার সময় যে কী সেভ অথবা প্রিণ্ট করেছিলেন সিই কী-টা লিখুন অথবা কপি-পেষ্ট করুন.... ১০। এবার Next বাটনে ক্লিক করুন আপনার কাজ শেষ। নিচের ছবির মত আসবে, ফিনিশ বাটন চাপুন.... আর খুশিতে আটখানা... নয়খানা..... অথবা আপনার যতখানা হতে মন চায় ততখানা হোন..... আমার কোন আপত্তি নাই..... এইবার আমারে মুক্তি দেন যার যার বুকমার্ক বুইঝা লন। সবাই ভাল থাকবেন হ্যাপি Bookmarking......... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।