আমাদের কথা খুঁজে নিন

   

তামাবিলের ৩ একর জমি ভারতকে দিতে দিল না জনতা

সিলেট: জনতার প্রবল প্রতিরোধের মুখে তামাবিলে ৩ একর জমি হস্তান্তর প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। শনিবার সকাল ১১ টায় ভারতের কাছে এ জমি হস্তান্তরের কথা ছিল। রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, শনিবার সকাল থেকেই স্থানীয় বাংলাদেশিরা গোয়াইনঘাট উপজেলার তামাবিল সীমান্তে জরিপ দলকে ঘিরে ফেলে। সেইসঙ্গে তারা তামাবিল সীমান্তের জিরো পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। এক পর্যায়ে বেলা ১২ টার দিকে জনতার প্রবল প্রতিরোধের মুখে জরিপ ও হস্তান্তর প্রক্রিয়া স্থগিত রেখেই ঘটনাস্থল ত্যাগ করেন জরিপকারী দল।

এর আগে তামাবিল সীমান্তের ১২৭৫ নং পিলারের ১ এস থেকে ৭ এস পিলার পর্যন্ত ৩ একর মূল্যবান জমি বাংলাদেশ ছেড়ে দিচ্ছেÑএমন একটি খবর নিশ্চিত করে জয়েন্ট বাউন্ডারি ওয়ার্কিং গ্রুপের বাংলাদেশ জরিপ দলের সদস্যরা। এ খবরে বিচলিত স্থানীয় প্রায় পাঁচ/ ৬শ’ মানুষ দুপুর দেড়টা পর্যন্ত সীমান্তে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখায়। মোবাইল ফোনে বিক্ষোভকারীদের একজন বাংলানিউজকে জানান, যে কোনও মূল্যে তারা বাংলাদেশের ভূখ- বাঁচিয়ে রাখবে। তিনি আবেগাক্রান্ত কণ্ঠে বলেন, ‘প্রয়োজনে জান দেব। তবু সীমান্তের এক ইঞ্চি মাটিও ভারতকে দেওয়া যাবে না।

’ এ ব্যাপারে জরিপ দলের প্রধান কর্মকর্তা মো. ইকবাল হোসেনের সঙ্গে বাংলানিউজের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিয়ে এখনই মিডিয়ায় কোনও কিছু বলতে রাজি হননি। তিনি বলেন, ‘সময়মতো এ ব্যাপারে জানানো হবে। ’ আমি আবারো বলছি আপনারা ভারতের কে থামান এই প্রকাশ্য ষড়যন্ত্র থেকে এই দেশ কে মুক্ত করুন । এখন সময় আছে। এর প্রমান খুব শিগ্রহি দেখতে পাবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।