আমাদের কথা খুঁজে নিন

   

তক্ষক বিক্রয় করে লাখ পতি হতে পারেন!!

অল্প পরিশ্রমে অনেক টাকা আয় করতে চান অনেকে। এই ধরনের লোকদের মনোবাসনা পূর্ণ করার জন্য বিভিন্ন সময়ে মাঠে নেমেছে আইটিসিএল, যুবক, ইউনি পে টু ইউ এবং আরো অনেক মহতী প্রতিষ্ঠান। কোটি টাকা দামে সীমানা পিলার ক্রয় বিক্রয়ের হুজুগ এখনো শেষ হয়নি। এবার আরেকটি আইটেম যোগ হল- তক্ষক যা চট্টগ্রামে টোটঠ্যাং নামে পরিচিত। চট্টগ্রামের সর্বত্রই টোটঠ্যাং বাণিজ্য এখন জনতার মুখে মুখে।

এক কেজি ওজনের একটা টোটঠ্যাং এর দাম ১ লক্ষ থেকে ৩ লক্ষ টাকা। এক কেজির নীচে হলে ইনভ্যালিড অর্থাৎ বিক্রয় যোগ্য নয়। আমার চেনা জানা যারা টোটঠ্যাং বিক্রি করে সহজে লাখ পতি হওয়ার জন্য হন্যে হয়ে ছুটছেন তারা কেউ এক কেজি ওজনের টোটঠ্যাং ধরতে পারেননি। তাই তাদের আপসোসেরও শেষ নেই। কেউ তক্ষক ক্রয় বিক্রয় করেছেন বলে প্রমাণ নেই।

যদি এক কেজি ওজনের তক্ষক ধরা পড়ে কোথায় এবং কার কাছে বিক্রি করতে হবে এই প্রশ্নের উত্তর জানেনা তক্ষক শিকারীরা। তবু তারা এই বর্ষায় ঘরের আনাচে কানাচে, বনে বাদারে উঁকি দেয় যদি এক কেজি ওজনের একটা তক্ষক পাওয়া যায়। বিঃ দ্রঃ তক্ষক একটি বিলুপ্তপ্রায় নিরীহ সরীসৃপ। বৈজ্ঞানিক নাম Gecko এরা ঘরের কোণ, গাছের কোঠরে বসবাস করে। কীট পতঙ্গ, ছোট আকারের সাপ এদের প্রিয় খাদ্য।

 ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।