আমাদের কথা খুঁজে নিন

   

ইউ.কে ইউনির্ভাসিটি বড় হুমকির মুখে

প্রথমে নিজের কথা বলি, ২০১১ সালের কথা , ই ই ই থেকে আন্ডারগ্রাড করে চাকুরী খুজতিছি , তখন ফ্যামিলির সবাই বল্ল এম.এস করে ফেলতে । আত্নী্য় , স্বজন ইউ. কে থাকায় আশা করছিলাম, ঔ খানে এম.এস টা করব । যথারীতি ,ব্রুনেল ও কুইন ম্যারী, ইউনির্ভাসিটি অফ লন্ডন এ আপ্লাই করলাম। সব ঠিক ছিল, কিন্তু ওরা আমাকে বল্ল আমাকে ৪৫০০ পাউন্ড এর উপর বারসারী দিতে পারবে না । তখন টি্উশন ফি ছিল ১২৫০০ পাউন্ড , আমি বল্লাম বাকী ৮০০০ পাউন্ড তো আমার পক্ষে দেয়া সম্ভব না , আমাকে আরও কিছু স্কলারশীপ দেন/ নতুবা টি এ শীপ দেন ।

তারা বল্ল আর কিছুই করতে পারবে না । তাদের ধন্যবাদ জানিয়ে সব কিছু ক্যানসেল করে দিলাম । জব খুজায় মন দিলাম । আলহামদুলিল্লাহ ভাল কিছু জব পেলাম । মন কে সান্তনা দিলাম , ইউ কে হয় নাই তো কি হলো, GRE দিয়ে আবার ট্রাই করব।

আমার আজকের লেখার আইডিয়া টা বিবিসির কাছ থেকে নেয়া । একটু আগে বিবিসি দেখছিলাম, তখন একটা নিউজ চোখে পড়তেই আপনাদের জানানোর ইচ্ছা হলো । স্টুডেন্ট ভিসা নিয়া আমার আপনার কত ফ্রেন্ড যে ইউকে গেছে বলে শেষ করতে পারব না । কিন্তু পড়াশুনা শেষ করে কয় জনকে ভালো জব করতে দেখছেন ? কয়জন কে ভালো করে পড়াশুনা শেষ করে ফিরতে দেখেছেন ? স্যার মাইকেল বারবার , Institute for Public Policy Research (IPPR) এর প্রধান একটি রিপোর্ট দিয়েছেন ইউ কে সরকার কে । সেই রিপোর্টে তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, বর্তমান ইউ কে ইউনির্ভাসিটি গুলার পড়ার মান হুমকির মুখে ।

তিনি আরও বলেছেন ,ইউনির্ভাসিটি গুলা তীব্র চাপের এমন এক যুগে পা দিয়েছে, যেখানে বিশ্বায়ন, টেকনোলজি, স্টুডেন্টদের চাহিদা এবং ফান্ডিং নিয়ে খুব প্রতিযোগিতা একটি ইউনি কে বাচিয়ে রাখে । নেতীবাচক অভিবাসন নীতি এবং অর্থনীতি সম্পর্কে সর্তক করেছেন । স্যার মাইকেল বারবার আরও বলেন , বিশ্ববিদ্যালয় গুাল পরিবর্তন না হলে হুমকির মুখে পড়বে । তিনি বিশ্বের মঞ্চে বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রতিযোগিতা উৎসাহিত করার উপর জোর দেন । ব্রিটেন এর ইউনি গুলা নিয়ে কোন নেতিবাচক কথা বলছি না।

ব্রিটেনে অক্সফোর্ড/ক্যামব্রীজ/ ইমপেরিয়াল/ ম্যানচেষ্টার এর মতো বিখ্যা্ত ও অনেক পুরাতন ইউনি গুলা আছে । আর বাংলাদেশে নামকরা সব ব্যারিষ্টার সবাই ইউকে থেকে পড়াশুনা করে এসেছেন । উপোরন্ত বুয়েট/ডি ইউ এর আগের অধিকাংশ শিক্ষকরা ইউ কে থেকে পি . এইচ. ডি নিতেন। কিন্তু গত কিছু বছর ধরে পড়াশুনার মান নামছে তো নামছেই । আশা করা যায়, অচিরেই ইউ কের ইউনি গুলো সিস্টেম পরিবর্তন করবে এবং বাংলাদেশ থেকে মেধাবী স্টুডেন্ট রা পড়াশুনা করে আসবে ।

আমারও একবার যাবার ইচ্ছা আছে । ধন্যবাদ সবাইকে । ভালো থাকুন,নিরাপদে থাকুন। বিস্তারিত পাবেন : http://www.bbc.co.uk/news/education-21739912  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.