আমাদের কথা খুঁজে নিন

   

ইংলেন্ডে মুসলিম জনসংখ্যা ১০ গুনহারে বাড়ছে অন্যান্যদের তুলনায়- টাইমসঅনলাইন-ইউকে এর খবর !

"A little knowledge of science makes man an atheist, but an in-depth study of science makes him a believer in God." Francis Bacon.
গত ৩০ শে জানুঃ একটি সংবাদে বলা হয়- ইউ.কে. তে মুসলিম জনসংখ্যা ৫০০০,০০০ থেকে ২.৪ মিলিয়ন হয়েছে গত চার বছরে । যা অন্যান্য জনসংখ্যা বৃদ্ধির হার থেকে ১০ গুন বেশী , যা বের হয়ে এসেছে জাতীয় পরিসংখ্যান অফিস এর গবেষণা থেকে । একই সময়ে খ্রীষ্টান জনসংখ্যা ২ মিলিয়নের বেশী কমে গেছে । হায়রে ইসলামের বিরুদ্ধে এত অপ-প্রচার আর বিষেদাগার সত্ত্বেও ইসলামের প্রসার থেমে নেই যার সূচনা হয়েছিলো সেই আরবে....যা আজ সারা দুনিয়াতে ছড়িয়ে পড়ছে । জর্জ বার্নাড শ' বলে গেছেন- "আগামী ১০০ বৎসরের মধ্যে যদি কোন ধর্ম ইংল্যান্ড তথা সমগ্র ইউরোপ শাসন বিস্তার করিতে পারে, তবে সেই ধর্ম ইসলাম ধর্ম ।" এ ব্যাপারে আরো জানতে এখানে ক্লিক করূন ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।