আমাদের কথা খুঁজে নিন

   

এ্যাকসিডেন্ট .. সি এম এইচ .. সেনাবাহিনী ও আমজনতা

আজ দুপুর ২ টায় এ্যাকসিডেন্ট হলাম সি এম এইচ এর সামনে । মটর সাইকেলে বাম হাত ভেঙ্গে গেলাম সি এম এইচ হাসপাতালে। ওরা প্রথমে তো দেখতেই চাচ্ছিল না । পরে এক পরচিত ভাই তিনি নন গেজেটেড, আর্মি হাসপাতালে চাকরী করেন। সে আমাকে ভাই বলে পরিচয় দেওয়ার পর সি এম এইচ হাসপাতালের তাদের এক সৈনিক কষ্ট করে আমার দিকে তাকালেন নাম বয়স জিজ্ঞাসা না করে সাদা স্লিপ দিয়ে কর্তব্যরত চিকিৎসকের ঘরে পাঠালেন । তিনিও একই ব্যবহার করে একটি ব্যাথার ইনজেকশন ও গ্যাসের ইনজেকশন দিলেন এবং বাইরে থেকে এক্সরে করার পরামর্শ দিলেন যদিও এক্সরে রুমটি ছিল ৫ ফুট সামনে । সি এম এইচ হাসপাতালের নিয়ম হলো সেনাবাহিনীর সদস্য ছাড়া কাওকে কোন সেবা এমনকি জরুরী সেবাও দিবেনা । সেনাবাহিনীর সম্মানিত সদস্যদের কাছে বিনিত প্রশ্ন .... আমি তো আপনাদের সেবা নিতে ইচ্ছা করে যাইনি হাসপাতালের সামনে দুর্ঘটনা বলে এ আমজনতা সম্মানিত সেনা সদস্যদের হাসপাতালে গিয়েছিলাম । যাদের টাকায় আপনাদের এ সুন্দর হাসপাতাল তাদের ইমাজেন্সি সেবা কি করা সম্ভব ছিলনা । সেনাবাহিনীর সম্মানিত সদস্য আমাদের সমরে ও শান্তিতে নাকি সদা প্রস্তুত তো এই আপনাদের প্রস্তুতি ....... ঘৃনা করি আপনাদের নিয়ম কে ও আপনাদের এ মানষিকতাকে এবং ....................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।