আমাদের কথা খুঁজে নিন

   

এবার কাউন্টিতে খেলবেন তামিম

বাংলার জনগন দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলতে যাচ্ছেন তামিম ইকবাল। অধিনায়ক সাকিব আল হাসান আগেই নাম লিখিয়েছিলেন উস্টারশায়ারে। এবার সহ-অধিনায়ক তামিম ইকবাল চুক্তিবদ্ধ হলেন নটিংহ্যামশায়ারের সঙ্গে। ডেভিড হাসির বিকল্প হিসেবে তামিমের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ইংলিশ ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা এই ক্লাবটি। ২৬ জুন ল্যাংকাশায়ারের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন ডেভিড হাসি।

এরপর নটিংহ্যামের হয়ে ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন তামিম ইকবাল। বাঁ-হাতি এই বাংলাদেশি ব্যাটসম্যানকে দলে ভেড়াতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নটিংহ্যামের কোচ মিক নিউয়েল। তিনি বলেছেন, ‘ডেভিড হাসি আমাদের পক্ষে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তবে তাঁর বিকল্প হিসেবে তামিম ইকবালের মতো ভালো একজন ব্যাটসম্যানকে পেয়ে আমরা খুবই খুশি। অল্প সময়ের মধ্যে ভালোমানের বিদেশি খেলোয়াড় পাওয়া খুবই কঠিন ব্যাপার।

তামিম একজন অসাধারণ ক্রিকেটার। এত অল্প বয়সেই সে যেভাবে নিজেকে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে প্রতিষ্ঠিত করেছে, সেটা অনেকের জন্যই ভালো দৃষ্টান্ত হতে পারে। ’ কাউন্টি ক্রিকেটের অঙ্গনে পা রাখতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তামিমও। তিনি বলেছেন, ‘পেশাদারি ক্রিকেট খেলা শুরুর পর থেকেই ইংলিশ কাউন্টিতে খেলার স্বপ্ন দেখতাম। আজ সেই স্বপ্ন পূরণ হলো।

ইংল্যান্ডের মাটিতে খেলাটা আমি সব সময়ই খুব উপভোগ করি। আর এখন নটিংহ্যামশায়ারের মতো একটা সেরা ক্লাবের হয়ে খেলতে পারাটা আমার জন্য একটা বিশাল অর্জন। আমি ক্লাবের ও সমর্থকদের প্রত্যাশা পূরণের সর্বোচ্চ চেষ্টা করব। ’ ক্রিকইনফো। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.