আমাদের কথা খুঁজে নিন

   

কামরাঙ্গাটি টিয়া কুচিকুচি করে খায়

কামরাঙ্গাটি টিয়া কুচিকুচি করে খায় এই তপ্ত দুপুর নয়- নয় কোন বর্ষার ঝমঝমানি তুমি ঘেমে কুটিকুটি- কামরাঙ্গাটি আজ পেকে হলদেটে। এই আনন্দে বর্ষা আর দুপুর ম্লান হয়ে এখনতো কামরাঙ্গা- তোমার কামরাঙ্গা আজ রসে টইটম্বুর। গত মৌসুমের কথা বারবার মনে পড়ে যাচ্ছে- আবেশে দু চোখ জড়িয়ে আছে। আবেশের অতিশয্যে তোমার হাতে মুঠোফোন তুলে নিলে ডায়াল করলে অচেনা সেই নাম্বারে। প্রতি মৌসুমে তোমার কামরাঙ্গা, লাল ঠোঁটের টিয়া পাখি কোন রঙ্গে- ঢঙ্গে খায়; তুমি তা শেয়ার না করে থাকতে পারছোনা। তাই তুমি ডায়াল করলে অচেনা নির্বিষ সেই নাম্বারে- তোমায় প্রতি রাতে যে শূন্য আর শূন্য-উদ্যানের গল্প শোনাতো তাকে। সে ছিল চন্দ্রগ্রহন দেখায় রত তোমার ঘামকলে সে এখন দেখছে কামগ্রহন; কর্ণে বারবার বেঁজে উঠে সেই কথা-"আমার পাকা কামরাঙ্গা প্রতি মৌসুমেই লাল ঠোঁটে প্রিয় টিয়া কুচিকুচি করে খায়!" আনজির দুপুর ১৫/০৬/২০১১ খ্রীঃ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।