আমাদের কথা খুঁজে নিন

   

হরতালের ইসলামী হুকুম।

I শিক্ষিত বলদ বি,এন,পি আওয়ামীলীগ গণতন্ত্রের দাবীদার হিসেবে হরতাল করতে পারে। ইসলামের হুকুম সম্পর্কে এদের জানা দরকার নেয়। কিন্ত যারা ইসলামী আন্দোলন এর কথা বলেন তারা একটি চিন্তা করে দেখেন হরতালের শরয়ী হুকুম কী?এবং সরকার বা দেশ প্রধানের বিরুদ্ধে কখন মাঠে নামা জায়েজ হবে। যদি বলে থাকেন আল্লাহর উপর সম্পুর্ন আস্থা রাখার বিধান তুলে ফেলার আইনের সুপারিশ করার কারনে হরতাল । তাহলে প্রশ্ন হলো কেন নারী নীতী বাস্তবায়নের আইন বাতিলে ডাকা হরতালে যোগ দেন নি অনেক ইসলামী দল? বিগত হরতাল এবং আগামী কালের হরতালের ডাক দিলেন? কাউকে ঘায়েল করার জন্য নয় শরয়ী হুকুম জানার জন্য এই পোষ্ট।

এ সমস্ত কাজ গুলো করার আগে আসলে কি কোন শরয়ী বিধানের প্রতি তোয়াক্কা করা হয় না স্বভাবিক ভাবে কোন চিন্তা ছাড়ায় সিদ্ধান্ত নেয়া হয়। এ রকম পরিস্থিতিতে রাস্ট্র প্রধানের আনুগত্যের তোয়াক্কা না করে হরতাল কতটুকু বৈধ?কোন মুফতির কাছে ফতওয়া ছেয়ে কি সিদ্ধান্ত নেয়া হয়?ইসলামী চিন্তাবিধ হওয়া আর শরয়ী হুকুম জান্তা আলেম হওয়ার মধ্যে অনেক বড় ব্যবধান রয়েছে। রাষ্ট্র প্রধান যদি মুসলিম হয়ে থাকে তাহলে স্পষ্ট কুফরি পাওয়া যাওয়া ব্যতিত রাষ্ট্র প্রধানের আনুগত্য বা বাইয়াত ভন্গ করা হারাম। তা ছাড়া সরকার যা করছে তা সরকারকে বুঝানোর জন্য আলেমদের কোন দল গিয়ে শরয়ী হুকুমের স্পষ্ট কোন ব্যখা দিয়েছেন কি না?প্রাথমিক এই কাজ গুলো আদায় না করে কিভাবে এত কিছু? ইসলাম তা কতটুকু সমর্থন করে?সরকারের ও কোন ধরনের ব্যখা থাকতে পারে। টেবিলে বলে সরকারকে বুঝানো দরকার।

উল্লেখিত পয়েন্ট গুলো সামনে রেখে সঠিক সমাধান কারো কাছে থাকলে জানাবেন। আমরা ইসলামের নাম দিয়ে অজান্তে হোক মা ক্ষমতার লোভে হোক অনিসলামিক কাজে লিপ্ত হচ্ছি। মুসলমান হিসেবে আমাদের সথর্ক হওয়া উচিত। তা ছাড়া হরতাল পালন করতে গিয়ে গাড়ী ভাংচুর হবে , রাষ্টের নিরাপত্তা বিঘ্নিত হবে এর শরয়ী হুকুম কী?যদি কোন মানুষ মারা যায় তার হুকুম কি হবে। তাদের কি দ্বীনের জন্য শহীদ আখ্যা দিতে পারবে না দেশের নিরাপত্তা বিঘ্ন ঘটানোর কারনে অন্য কোন হুকুম দিতে হবে? মুসলমান হিসেবে যখন আমরা আখিরাতের বিশ্বাস করি তাহলে ওখানে আমাদের হিসাব নিকাশ হবে।

তখন কোন অবস্থা হবে তা চিন্তা করে আমাদের কাজ করতে হবে। কুরআন হাদিস পড়ে দ্বীনের সঠিক ব্যাখা শিখুন। কারো নির্দিষ্ট দৃষ্টি ভংগিতে লেখা ভুল ব্যাখা পড়ে দ্বীন বুঝার চেষ্টা করা সঠিক নয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.