আমাদের কথা খুঁজে নিন

   

চাই না তোমায়

প্রত্যেক নাস্তিক ও তার নিজস্ব নাস্তিকত্বে আস্তিক,যেমন সকল নাস্তিক ই বলে আল্লাহ নাই ভগবান নাই,আমরা বান্দর থেইক্কা মানুষ হইছি ইত্যাদি কিন্তু এইটাও যে নাস্তিকতার আস্তিকতা সেইটা কি তারা বুঝে!! আমাকে এড়াতে চাও,শুধু মুখ ফুটে বলল্লেই হবে "চাইনা তোমায়" আমি কারাগারের কয়েদীর মত পালিয়ে যাব তোমার জমিন থেকে অদৃশ্য কোন সুতার টানে,কোন এক সন্ধ্যেয় এসেছিলাম কয়েদী হয়ে আজ দিনের আলোয় না হয় পালিয়েই গেলাম,হারিয়েই না হয় গেলাম ক্ষতি কার?আমার না তোমার তুমি কার?তোমার না আমার আমি কার?তোমার না আমার হেরে যাবে প্রশ্নগুলি করোনা নিজেকে! মানুষ কি আর পারে নিজেকে দেখতে অন্যের আলোকে? আমাকে আবার ভালোবাসতে চাও,শুধু চোখের একটি পলক ফেল আমি সব ভুলে আবার পারব তোমার নিঃশ্বাসে আমার নিঃশ্বাস ফেলতে।  


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।