আমাদের কথা খুঁজে নিন

   

খতমে বুখারী কি বিদআত ???

বেশকিছুদিন পূর্বে রোজ শনিবার ঢাকার ঐতিহ্যবাহী আরবি ইউনিভার্সিটি জামিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের খতমে বুখারীর দরস ছিল । আমার পরিচিত অনেক বন্ধু-বান্ধব আমাকে সেখানে উপস্থিত হবার দাওয়াত করেছিল । আমিও তাদেরকে সেখানে উপস্থিত হবার আশ্বাস দিয়েছিলাম । কিন্তু বিপত্তি বাধলো যখন সেদিন দুপুরে একজন মুখলিস ব্যক্তি ও দীনের দায়ীর সঙ্গে সাক্ষাত হলো । যিনি একজন কাসেমী মাওলানা ও বটে। আমি তাকে বুখারী শরীফ খতম ও তার শেষে দুআ কবুল হওয়ার বিষয়ে জিগ্গেস করলে তিনি বলেন, ইহা একটি সম্পূর্ণ ভিত্তিহীন ও একদম বানোয়াটি কথা । যা বর্তমানে আমাদের সমাজে বড় বিদআতে পরিণত হয়েছে । যাক অবশেষে আর আমার ফরিদাবাদের সেই খতমে বুখারী তে যাওয়া হয়নি । আমার বন্ধুদের কাছে আবেদন, যদি কারো কাছে এই বিষয়ে পক্ষে-বিপক্ষে তথ্যপূর্ণ ও দলিল সমৃদ্ধ বক্তব্য থেকে থাকে তাহলে সম্পূর্ণ কুরআন ও সহিহ হাদিসের ভিত্তিতে এখানে কমেন্টস করুন ! ধন্যবাদ সবাইকে !!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।