আমাদের কথা খুঁজে নিন

   

যে সব কারনে হরতাল ডাকলে সাধারন জনগন "হরতালকে" সমর্থন করবে....

আমাদের দেশে আওয়ামীলিগ আর বি এন পি দুই দলই হরতাল ডাকে বিরোধী দলে থাকলে। সবাই একবার ভাবুন তো - বিরোধী দলে গেলে তারা কেন হরতাল ডাকে...? কারন তাদের চাওয়া পাওয়া গুলো সরকারী দল পূরন হতে দেয়না। সরকারী দল যদি বলে এখন রাত আর বিরোধী দল বলবে এখন দিন। এরকম নয় ছয় লেগেই থাকে। এই সব সমস্যা আমাদের দেশে এখন প্রতিদিনের।

আর তা দেখতে দেখতে সবাই অভ্যস্ত হয়ে গেছে। এবার আসল কথায় আসি..... বিরোধী দলের কোন চাওয়া পূরন না হলে তারা হরতাল ডাকবে এই বলে- দ্রব্যমুল্যের দাম বৃদ্ধি, আইন শৃংখলার অবনতি, গ্যাস, পানি আর বিদ্যুত সংকট এর জন্য আর সাধারন জনগনের কষ্টের কথা বলে। আসলে কোন সাধারন জনগনই চায় না যে হরতাল হোক। বিরোধী দল সাধারন জনগনের সমস্যার সময় যদি হরতাল দিতো তাহলে সব সাধারন জনগন বিরোধী দলকেই সাপোর্ট দিত। আমি উদাহরন হিসেবে দু একটির কথা বলছি- যখন সি এন জির দাম বাড়াল, সরকার তখন প্রতি কি.মি. ১.৫৫(বড় বাস) ১.৪৫(মিনি বাস) করে ভাড়া নির্ধারন করলো।

কিন্তু বাস মালিকরা সরকারের এই নির্দেশ কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা নিজেদের মতো করে দিগুন থেকে তিনগুন হারে বাড়িয়ে ভাড়া আদায় করছে। কই তখন তো বিরোধী দল ভাড়া কমানোর জন্য কোন হরতাল বা প্রতিবাদ সমাবেশ করে নি। এরকম আর কয়েকটি উদাহরন এই লিংকেসাধারন জনগনের যা কিছু চাওয়া পাওয়া ঢুকলে দেখতে পাবেন। কখনো এই সব কারনে তো কোনো রাজনৈতিক দলই হরতাল ডাকেনি। তাহলে এটাই সত্য যে- জনগনের কথা বলে বিরোধী দল যে হরতাল ডাকে তা শুধু মানুষের আই ওয়াশ বা চোখে ধুলা দিয়ে রাজনিতী করা।

জানিনা সবাই আমার লিখার সাথে একমত হবেন কিনা...? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.