আমাদের কথা খুঁজে নিন

   

নানান তালে মত্ত যে ভাই দেশ/আমরা সবাই আম জনতা বলি শুধু বাহ!বেশ...বেশ...বেশ...

স্বপ্নের নির্বোধ ফেরিওয়ালা... গ্রীষ্মের এই জৈষ্ঠ মাসে পেকেছে যে তাল/বরষার নতুন জলে ভরেছে যে খাল... পাকা তাল, জলে ভরা খাল/এরই মাঝে উর্ধমুখী বাজেট ঘোষনা করেছেন আবুল মাল। ও ভাই, নানান জন ব্যস্ত নানান কাজে/ঘড়ির কাটা এরই মাঝে বারটা যে বাজে কোন নেত্রী রঙ করেছেন মাথার আউলা কেশ/কেউবা আবার শাড়ীর আচল দেশ ভাবছে সবাই এ যেন ভাই হীরক রাজার দেশ/তারাতো সবাই আছেন মজায় বেশ। কেউ বলছেন এ যে উন্নয়নের জোয়ার/ভাগ্য দেবী মুখ খুলে তাকাল বুঝি এবার আমিই শুধু রইলাম পড়ে পিছু/মুখ খুলে যে চাইলাম না কারো কাছে কিছু। তত্ত্বাবধায়ক, সংবিধান এই সব ক্ষমতারই গন্ধ/তাই বুঝি ভাই তারা সবাই এমন অবাক অন্ধ। কেউ ব্যস্ত বাজেট নিয়ে, কেউবা খোজে নতুন কোনও তাল/এরই মাঝে ডাকল তারা নতুন হরতাল আমিই শুধু রইলাম পড়ে,জানলো না তো কেউ- বুকের মাঝে গর্জে উঠে কোন সিডরের ঢেউ...। দুঃখ আমার নাইবা ঘুচল আজ আমারতো ভাই নেই কোন আর তাল/তাদের না হয় আছে হ-রে-ক রকম তাল...। বঙ্গবন্ধু হল,ঢাবি ২৭ , জৈষ্ঠ,১৪১৮


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.