আমাদের কথা খুঁজে নিন

   

ফেয়ার অ্যান্ড হ্যাণ্ডসাম-চ্যানেল আইঃ হ্যাণ্ডসাম দ্য আলটিমেট ম্যান

সামুতে সেফ হবার জন্য সংগ্রাম করছি! দোয়া করবেন! চ্যানেল আইতে একটা হাস্যকর অনুষ্ঠান হয় প্রতি সোমবার। প্রোগ্রামের নাম ফেয়ার অ্যান্ড হ্যাণ্ডসাম-চ্যানেল আইঃ হ্যাণ্ডসাম দ্য আলটিমেট ম্যান। অতি অখাদ্য টাইপ একটা জিনিস যেটা দেখলে বমি আসে। প্রায় এরকম একটা প্রোগ্রাম আগেও এরা শুরু করছিল,লাক্স-চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতা। নারীবাদীরা তখন চিল্লাইছিল “গণমাধ্যমে নারীকে পণ্য হিসাবে ব্যাবহার বন্ধ করুন” বলে।

আমরা কিছু লুল পুরুষ তখন দূরে দাঁড়ায়ে মজা নিতেছিলাম,টিভি অন করে প্রথমেই চ্যানেল আইয়ে যাইতাম। এখন যখন চ্যানেল আইয় ছেলেদের সৌন্দর্য নিয়ে প্রোগ্রাম করে সেটা দেখতে লজ্জাই লাগে। এখন আমরাও দাবি করি,এই প্রোগ্রাম দেখে,গণমাধ্যমে পুরুষকে পণ্য হিসাবে ব্যাবহার বন্ধ করুন। প্রাচীনকালে দাসপ্রথা ছিল। মঞ্চের মধ্যে সারি সারি দাসদাসী লাইন বেঁধে দাঁড়ায় থাকতো,উপস্থিত জনতা এদের মধ্য থেকে পছন্দের জনকে কিনে নিতো।

এখনো এই সব প্রতিযোগিরা যখন হাত জোড় করে এসএমএস করার কথা বলে,সেটা দেখলে সিনেমায় দেখা কোন দাস কেনাবেচার দৃশ্যর কথাই মনে পড়ে। আমি জানি,এইসব অনুষ্ঠানের পরিচালকরা কাউণ্টার লজিক দিয়ে বলবে, আররে নাহ!এই সব প্রোগ্রামে শুধু বাইরের সৌন্দর্য না,প্রতিযোগীদের শিক্ষা-মেধা-মনন এইসব মানবীয় গুণাবলিও বিচার করা হয়। আমি বলিঃ ভাই অফ যান। চাপাবাজি কইরেন না। আপনের কথা সত্যি হইলে, এরপরের বার একজন কালো কুচকুচা ভুঁড়িআলা টাকআলা একজন ছেলেকে ফাস্ট বানাই দেখান দেখি।

চামড়ার ব্যাবসা করেন,সেটা স্বীকার করতে দোষ কি? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.