আমাদের কথা খুঁজে নিন

   

টিউটোরিয়াল : কিভাবে আপনার প্রথম চলচ্চিত্রটি বানাবেন ? -১০

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই এর আগের পর্বে আমরা ফ্রেমের ভেতর কেবল একজন অভিনেতাকে রেখে ফ্রেম কম্পোজিশন বিবেচনা করেছি। এবার একের অধিক অভিনেতাকে রেখে কিভাবে ফ্রেম কম্পোজিশন করতে হয় সেটা শিখি। টু শট : যদি ফ্রেমের ভেতর একের অধিক ২ ব্যক্তি থাকে, তবে সেটাকে টু শট বলে। দু’ব্যক্তিকে রেখে ফ্রেম কম্পোজিশনের সাধারণ কিছু নিয়ম আছে। টু শট সাধারণত ৩ ধরনের : ০১।

ডাইরেক্ট টু ক্যামেরা টু শট ০২। প্রোফাইল টু শট ০৩। ওভার দ্যা শোল্ডার টু শট এবার বিস্তারিত আলোচনা করা যাক : ০১) ডাইরেক্ট টু ক্যামেরা টু শট : দুজন মডেল পাশাপাশি থাকে এবং ক্যামেরা তাদের সামনে থেকে ধরা হয়। এই শটকে ডাইরেক্ট টু ক্যামেরা টু শট বলে। ক্যামেরা দুরত্ব অনুসারে এই শট নানা রকম হতে পারে।

হতে পারে মিড শট। যেমন : ডাইরেক্ট টু ক্যামেরা টু শট (মিড শট) আবার হতে পারে ক্লোজ শট। যেমন : ডাইরেক্ট টু ক্যামেরা টু শট (ক্লোজ শট) ০২) প্রোফাইল টু শট : দু জন মডেল মুখোমুখি থাকলে এবং ১৮০ ডিগ্রি কোণে ক্যামেরা বসিয়ে পাশে থেকে ছবি তুললে তাকে বলা হয় প্রোফাইল টু শট। প্রোফাইল টু শটও ক্যামেরা দূরত্ব অনুসারে নানা রকম হয়। হতে পারে লং শট।

যেমন : প্রোফাইল টু শট (লং শট) আবার শট হতে পারে মিডিয়াম শট। যেমন : প্রোফাইল টু শট (মিডিয়াম শট) শটটি হতে পারে ক্লোজ আপ। যেমন : প্রোফাইল টু শট (ক্লোজ আপ শট) ০৩) ওভার দ্যা শোল্ডার টু শট : এই শটেও দু জন মডেল মুখোমুখি থাকে। একজনের কাঁধের উপর দিয়ে অপরজনের মুখের উপর ক্যামেরা তাক করা হয়। এই শটকে বলা হয় ওভার দ্যা শোল্ডার টু শট।

ওভার দ্যা শোল্ডার শট বা ওএস শট বা ওটিএস শট মডেল : স্মৃতি আঁচল ও পারভেজ শরীফ ফটোগ্রাফি : এটিএম জামাল। (চলবে) আমি চেষ্টা করছি এই টেকনিক্যাল বিষয়গুলো যতটা সহজ করে লেখা যায়, ততটা সহজ করে লিখতে। যাতে করে যে কেউ এই ধরনের বিষয় খুব সহজে বুঝে ফেলে। আমি কি সহজ করে লিখতে পারছি ? আরেকটা কথা, অনেকে এই বিষয়গুলো অনেক ভালো জানেন, তারা যদি মন্তব্যের আকারে আমাকে পরামর্শ দেন, খুবই খুশি হব। (অফ টপিক : আমার লেখা "কিভাবে আপনার প্রথম চলচ্চিত্রটি বানাবেন ? " নামের একটি অপ্রকাশিত বই থেকে লেখাটি দেয়া।

) পর্ব - ০১ পর্ব - ০২ পর্ব -০৩ পর্ব - ০৪ পর্ব - ০৫ পর্ব -০৬ পর্ব - ৭ পর্ব -০৮ পর্ব -০৯ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.