আমাদের কথা খুঁজে নিন

   

ছয়টি রঙ্গে আঁকা ছবি

"আমি জানি, সবকিছু একদিন নষ্টদের অধিকারে যাবে"- ড.হুমায়ন আজাদ তুমি একদিন দেখিবে আমায়, অগ্নি-ঝরা রৌদ্রদাহে- বিসৃত কোনো এক বটের ছায়ায়, কিংবা আধার ঘেরা মেঘলা দিনে নিঝুম বরষায়, হয়তো সাদা মেঘ হয়ে ভেসে যাব দিগন্তের নীল রং যেখানে ফুরায়, নতুবা সোনালী ধানের ছড়ায় মাঝে মিশে রবো দোল খাবো দক্ষিণা হাওয়ায়, কুয়াশার চাদরে ঢেকে দিয়ে রোদ ঘাসের ডগায় হবো ভোরের শিশির, তারপর একদিন মুকুল হয়ে যাবো শোভিত হবো গাছের শাখায়, চিরকাল রবো আমি ইহাদেরই মাঝে; চেয়ে দেখো চারিদিকে পাবে আমায় খুঁজে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।