আমাদের কথা খুঁজে নিন

   

রনিকে সোজা বানানের চেষ্টা হচ্ছে না সন্ত্রাসী বানানোর চেষ্টা হচ্ছে

রনির সাথে সালমান এফ রহমানের ব্যাক্তিগত কারনে সমস্যা । এজন্য  আওয়ামী লীগ দায়ী ছিলো না, তাহলে বদনাম হলো কার ? কোন দলের মধ্যে বিভক্তির হাতছানী দিলো ? দলের সবতো আর উনাদের কাজটাকে ভাল ভাবে নিচ্ছে না । আর নিবেই বা কেন । কোন দিক থেকে সে খারাপ ছিলো ? রাগের মাথায় যা করেছে তার জন্য সে দূঃখ্য প্রকাশ করেছিলো এবং পত্রিকায় ব্যাপারটা বড় করেই এসেছিলো । সম্ভবত রনির অপরাধ হয়েছিলো রনি দূঃখ্য প্রকাশ করেছিলো সাংবাদিকদের কাছে, তা না করে যদি সাংবাদিকদের মালিকের কাছে দূঃখ্য প্রকাশ করতো তবে এত কিছু আজ দেখতে হতো না ।

যেহেতু রনি মাডার কেইসের আসামী না সেহেতু হয়তো অল্প কিছুদিন সময়ের মধ্যে জামিন পেয়ে বের হয়ে আসবে । কিন্তু ক্ষমতার দাপোট দেখিয়ে দলের এমপিদের বুকে যেই ভয় আজ ঢুকিয়ে দেয়া হলো, যে কালীমা লেপন হয়ে গেল আটর্িক্যাল ৭০-এর উপরে তার খেসারত যে রনিকে আর একা একা দিতে হবে না । বাকী ২২৯ জনকেও দিতে হবে । কারা দলের ওপরে এত ক্ষমতা প্রয়োগ করে যে দলের একটা এমপি আজ তেজপাতা হয়ে গেল । কার জন্য আজ এত বড় দলের উপরে টেগ লেগে যাবে, এই দল ভদ্রলোকদের জন্য অপমানজনক ।

ভদ্রলোকদের অপমান অপদস্ত হওয়ার সম্ভাবনার দুয়ার চীরতরে খুলে দেয়া হল । যেখানে রনি একা না সোহেল তাজের নামও আছে । যতটা সাহসী তাকে বানানো বা বুঝানো হইতেছে কিংবা যতদূর সন্ত্রাসের সাটর্িফিকেট তাকে দেয়া হলো তাতে করে সে শামীম ওসমান, জয়নাল হাজারী কিংবা নাসির উদ্দিন পিন্টুর সমপর্যায়ে পৌছাইতে পারিবে না । সোজা কথায় বললে বলতে হয় সন্ত্রাসী করার মত সাহস রনির নাই । রনির যদি সাহস থাকতো, তবে সালমান এফ রহমানকে বাসায় গিয়েই মারামারি বা ঝগড়া ঝাটি করতে পারতো ।

রনি সেটা করে নাই । তাই বলে তার অন্যায়ের বিরুদ্ধে ট্রেডমর্াক কণ্ঠস্বর ইমেজ এর উপরে হামলা হতে পারে না । দলকে যদিও সে কিছুই দিতে পারে না তাই বলে দলের থেকে রনির কিছুই কি পাবার নাই ? রনি কিছু দিতে না পারলেও রাত রাত বসে টেলিভশনে অবর্াচীনতার জন্য কিছুই পাবে না ।  অবর্াচীনতা কার জন্য করতো ? দলের মধ্যে একটাও ক্লীনচিটওয়ালা আওয়ামীলীগার থাকবো না ?কারা যেন প্রতিজ্ঞা করে নামছে ষেশমেষ যেই দূই একটা ভদ্রলোক আওয়ামীলীগে থাকবো সেই কয়টারও লেজ কাইট্টা ছাইরা দিব । রনির কি দোষ ? ভদ্রলোক হইতে গেল কেন ? বাকী থাকলো কে ? ওবায়দুল কাদের ।

ইলেকশন আইতে আইতে উনার পিছে লেগে যাবে । রনিওতো মামলা করেছিলো । কই যাদের বিরুদ্ধে রনি মামলা করেছে তাদের একজনেরও জামিন বাতিল হলো না । তারা কেউই সংসদ সদস্য ছিলো না তার পরেও তারা কতটা সেইফ । আইন সবার জন্য সমান ।

কিন্তু এখানেই তার ব্যতিক্রম আর নিহিত ক্ষমতার ধরনের অনুমান লাগানো সম্ভব ।   ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.