আমাদের কথা খুঁজে নিন

   

জনাবের মতি

জনাবের মতি আমাদের আছে এক জনাব শুচিতায় সেরা সে, কথাতে বাঁচাল, ক্লাসে বিষয় যা পাড়ায় তার উল্টা, তার থেকে বেশী জাহির করে নিজের পান্ডিত্ব। খাওয়াতে পটু সে এক টাকা দিয়ে হাতে, বলে আন দু’টাকার পান। কোন বিষয়ের শিক্ষক সে জানে না যে নিজেই মাঝে মাঝে হেকে বলে পন্ডিত সব বিষয়ে সে। যদি বলি পড়ান গণিতটা স্যার রেগে বলে গণিতটা নয় ইংরেজিটা হার্ড যে। ইংরেজী পড়াতে নিয়ে পড়ায় বেশী বাংলা, তার থেকে বেশী বুঝায় সংসারের ঝামেলা। খায় বেশী, কিনে বেশী এই তার বড়াই যদি বলি তাহলে আজকে আপনার বাসায় হয়ে যাক লাঞ্চ; না না! আমার বৌর খুব অসুস্থ্য আজ। ঝগড়ায় বৌ শুধু যায় যায় আর জনাবে শুধু বিদায় দেয় দেয় তবে শেষ রক্ষাও হয়। ভয় পায় বেশী সে, বলে বেড়ায় বীর সে কেউ যদি বলে ‘জনাব খবর আছে’ সে রাতে ঘুম মাটি তার টেনশন বেড়ে হয় প্রেশার তবুও তার মতে সে মহা পালোয়ান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।