আমাদের কথা খুঁজে নিন

   

লিমন কাহিনী : নাট্যজনেরা দর্শকসুধীর বিস্মৃতির অপেক্ষায়!

রিজওয়ানুল ইসলাম রুদ্র ১. Rapid Action Battalion (RAB) কে নিয়ে কোনো মারদাঙ্গা সিনেমা বানালে সেটা মোটেও Enjoyable হবে না। বরং দর্শক সেটা দেখে bore হবে। কারণ ঘুরে-ফিরে সেই একই দৃশ্য দেখানো হবে সেলুলয়েডে। আসামি ধরতে যাবে, অত:পর তারা গুলি ছুঁড়বে... এরপর RAB অনেক সহ্য করার পর অবশেষে রিভলবারের ট্রিগারে চাপ দিতে বাধ্য হবে এবং পাল্টা গুলি ছুঁড়তে আরম্ভ করবে। RAB অবশ্যই খুবই সতর্ক থাকবে যাতে কারো গায়ে গুলি না লাগে কারণ, প্রথমেই দৌড়ানো অবস্থায় আসামির এমন কোনো জায়গায় গুলি করার নির্দেশ থাকে যেখানে গুলি করলে প্রাণনাশের সম্ভাবনা কম।

তারপরও মানুষ মাত্রেরই ভুল হয়! তাই তথাকথিত, RAB আবিষ্কৃত সন্ত্রাস দমনের সনদপত্র 'ক্রসফায়ার' এর শিকার হয়ে দু-একজন সন্ত্রাসী মারা পড়বে এবং অবশ্যই যিনি প্রধান আসামি তিনি মারা যাবেন! কেননা ধরা পড়লে তো রাঘব বোয়াল বেরিয়ে যাবে... দেখা যাবে, হয়তো-বা রাজনৈতিক দলের কোনো মন্ত্রী-এমপির ছায়ায় আশ্রিত থেকেই সে খুন-ছিনতাই-ধর্ষণ করেছে! তাই RAB কে নিয়ে তৈরী চলচ্চিত্র মোটেই সুপারহিট হবে না... একই কাহিনী আর কতো? ২. সন্ত্রাসী মারা পড়েছে। চরের লোকজন মিষ্টি বিতরণ করেছে। মিছিল করেছে। এরকম ঘটনা আগে ঘটতো। মিডিয়াতেও নিউজ আসতো।

মানুষ বলতো, আরে ধুর! ও তো সন্ত্রাসী... মরছে ভালো হইছে! ঠিক আছে, যুক্তি মেনে নেয়া হলো। কিন্তু নিরীহ কিশোর লিমনের কি অপরাধ ছিলো? কেন RAB বিনা কারণে তার পায়ে গুলি করলো? এত স্পর্ধা কীভাবে পায় তারা? একজন মায়ের সোনার ধনকে গুলি করে, পরে সেই ঘটনার বিকৃত করে RAB এবং স্বরাষ্ট্রমন্ত্রী চরম ধৃষ্টতার পরিচয় দিয়েছে। কানসাট বিদ্রোহে একটা ক্ষুদ্র অঞ্চলের জনতা বিস্ফোরণ ঘটিয়েছিলো। লিমনের ঘটনায় সবাই কেমন যেন চুপ। এর কারণ সম্ভবত লিমন দরিদ্র।

এবং দ্বিতীয় কারণ, আমরা দিন দিন 'পুরুষত্বহীন/মেয়েস্বত্বহীন' হয়ে যাচ্ছি। কয়েক মাস ধরে চলে আসা পত্রিকার ব্রেকিং নিউজ, হাইলাইট নিউজ, অনলাইন জার্নাল সবজায়গাতেই লিমনকে নিয়ে লেখালেখি। স্বরাষ্ট্রমন্ত্রীর, প্রতিরক্ষা উপদেষ্টার জঘন্য মন্তব্য (লিমন সন্ত্রাসী বাহিনীর সাথে জড়িত। এমনকি তার বাবাও সন্ত্রাসী মোরশেদ জমাদ্দারের বাহিনীর সাথে জড়িত) আর নানা কেচ্ছা-কাহিনী পড়তে পড়তে অতিষ্ঠ হয়ে গেছি ব্যক্তিগতভাবেই। রাস্তায় থুথু ফেললেও স্বস্তিবোধ হয়, কিন্তু এদের মুখে থুথু দিতেও ইচ্ছা করে না... এত অমানবিক হয় কীভাবে মানুষ? স্বরাষ্ট্রমন্ত্রী নিজে একজন নারী হয়ে মায়ের কষ্ট বুঝতে অপারগ! ২৩ মার্চ ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে RAB এর গুলিতে আহত হয় এইচএসসি পরীক্ষার্থী লিমন।

লিমনের অভিযোগ, বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে গেলে RAB এর সদস্যরা তাকে ধরে নিয়ে গিয়ে পায়ে গুলি করে। গ্রামবাসী চাঁদা তুলে লিমনের চিকিৎসায় সাহায্য করে। পঙ্গু হাসপাতালের চিকিৎসকেরা লিমনের জীবন বাঁচাতে তার বাঁ পা কেটে ফেলেন! লিমনের কাটা পা'র মূল্য হয়তো বা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রীর লম্পট ছেলেদের পায়ের চাইতে কমদামী কিন্তু সে তো মানুষ! একটা পশুর প্রতিও তো মানুষের করুণা হয়। কী করছে এসব সরকার? নির্বাচনী ইশতেহারে কী লিখেছিলো ওরা? আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর স্বঘোষিত বুদ্ধিজীবী ড. মুহম্মদ জাফর ইকবালের 'সেন্টিমেন্টাল' কোনো কলামই পত্রিকায় দেখি না! নাকি উনি কলাম লেখা ভুলে গেছেন কারণ তার চোখে কিছুই পড়ছে না! এরকম জাফর ইকবালদের কলামের কোনো দরকার নাই। ভাড়া করা মানসিকতা দিয়ে লেখক হওয়া যায় না।

অনলাইনে ব্লগ এখন শক্তিশালী গণমাধ্যম। সামনে এর আরো উজ্জ্বল ভবিষ্যৎ। আমরা গণতান্ত্রিক রাষ্ট্র। চাইলেই যে কোনো বিষয় নিয়ে যুক্তি-পাল্টা যুক্তি-উগ্র মন্তব্য করার অধিকার আমাদের আছে। ব্লগ সেই ধারাকে শক্তিশালী করেছে।

তবে ব্লগারদের আরো বেশি সামাজিক হওয়া প্রয়োজন বোধকরি। ইন্টারনেট থেকে ক্ষণিকের জন্য বেরিয়ে এসে বাস্তবিকভাবেই দেশের স্বার্থে, জনতার স্বার্থে কাজ করাটা জরুরি। RAB লিমন সংক্রান্ত যতগুলো তদন্ত প্রতিবেদন দিয়েছে তার কোনোটাতেই নাকি 'পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করার প্রমাণ' মেলে নাই। সত্যিই সেলুকাস! বিচিত্র বাংলাদেশ... ৩. ক্ষতি কী RAB যদি তাদের অহংকার ঝেড়ে ফেলে দোষ স্বীকার করে? ক্ষতি কী স্বরাষ্ট্রমন্ত্রী-মন্ত্রী নামধারী জিনিসগুলো সত্য প্রতিবেদন প্রকাশ করে... এতে তাদের গ্রহণযোগ্যতা বাড়বে। ক্ষমতার লোভে, স্বার্থের লোভে পা-কাটা লিমনদের দুঃখ বাড়ানোর তো কোনো কারণ দেখি না।

এতটা খারাপ করা উচিত না সরকারের। সবচাইতে আশ্চর্যের বিষয় বিরোধী দল এ নিয়ে তেমন কিছুই বলে নাই। আশ্চর্য! RAB বিএনপির তৈরী একটা আইন-শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান। শুরুর দিকে এর গ্রহণযোগ্যতা থাকলেও এখন RAB জনগণের ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এদেরও পুলিশের মতো ভুঁড়ি গজিয়ে গেছে।

শুরুর দিকে RAB এর যে জনপ্রিয়তা ছিলো তা এখন শূন্য। মিথ্যা দিয়ে সত্য ঢাকা যায় না। হয়তো এই সরকার লিমনের দুর্ঘটনাকে 'মিথ্যা' বলে চালিয়ে দিবে। লিমন নাটকের কাহিনী উল্টে অপেক্ষা করবে কখন মিডিয়া লিমন সংক্রান্ত নিউজ কভার করা বন্ধ করবে এবং আমাদের ভোদাই নাগরিক সব কিছু বলে নাকে তেল দিয়ে ঘুমাতে যাবে। কিন্তু সত্য তো আমরা জানি... কাক কিন্তু চোখ বন্ধ করেই চুরি করে... জানেন নিশ্চয়ই? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।