আমাদের কথা খুঁজে নিন

   

আমি লিমন বলছি

আমি লিমন বলছি ডা.সুরাইয়া হেলেন আমি এক গরিব কৃষক পরিবারের সন্তান হলেও সুসথ সবল দুটি পা,হাত,চোখ, নিয়েই জন্মেছিলাম। অভাব আমাকে কষ্ট দিলেও পরাজিত করতে পারেনি! জীবনযুদ্ধে সাহসী সৈনিকের মতোই আমি লড়াই করে জয়ের আকাঙ্খায়,সব বাধা-বিপত্তি ডিঙিয়ে অনেকটা পথ পেরিয়েও এসেছিলাম ! সবুজ শ্যামল গ্রামে লাল-সূর্য জামা গায়ে রাখালিয়া বাঁশি বাজিয়ে,সখা পরিবৃত আনন্দ আর দু’পায়ে পৃথিবীকে পদানত করার চেষ্টায় ছুটে চলেছিলাম আমি অভীষ্ট লক্ষ্যে ! হায় অদৃষ্ট!নাহ্,হায় সেলুকাস ....! কী বিচিত্র আমার সোনার বাংলা ! আইন-শৃঙ্খলা বাহিনী রক্ষক,ভক্ষক হয়ে মুহূের্েতই আমাকে একটি বুলেটের বিনিময়ে তথাকথিত আইনের আওতায় সন্ত্রাসী রূপ দিলো! শুধু তাই নয়,পঙ্গুর শৃঙ্্খলে আবদ্ধ করে প্রতিবন্ধীর তালিকায় অন্তর্ভ্থক্ত করে বিসর্জন দিয়ে দিলো আমার একটি পা ! সেই সাথে গুঁড়িয়ে দিলো,এভারেস্ট চূড়া বাসনা! এখন অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি আমি এক দুর্ভাগা ভাবলেশহীন পঙ্গু বাংলাদেশী !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।