আমাদের কথা খুঁজে নিন

   

সবাইকে সবার বিশ্বাস নিয়ে নিশ্বাস নিতে দেন মুক্ত বাতাসে।

কারো আস্তিক নাস্তিক হওয়াটা তার নিজস্ব বিশ্বাস এবং অধিকার। একজন লোক তার বিশ্বাস এবং যুক্তি নিয়ে চলবে এটাইতো হওয়া উচিৎ --কিন্তু না! আমাদের দেশে কেউ তার মুক্ত ভাবনা নিয়ে চলতে পারবেন না। দেশের ধর্মান্ধ মোল্লারা নাস্তিক হলেই তাকে মেরে ফেলতে চান, মুরতাদ ঘোষণা করেন। এটা কি উচিৎ? তবে এটাও ঠিক উগ্রপন্থী নাস্তিকও কিছু আছেন তারা ধর্মগুলোকে নিয়ে কটাক্ষ না করলেই পারেন। ধর্ম পালনও মানুষের নিজস্ব বিশ্বাস এবং একজনের অধিকার।

আমাদের দেশের "হেফাজতে ইসলাম" সংগঠনটির নাম শুনলেই আতংকগ্রস্থ হই। তাদের কথা বার্তা এবং জঙ্গী ভাব দেখলে মনে হয় ইয়া বড় বড় তরবারী নিয়ে ঘুরছেন আর নাস্তিক পেলেই "আল্লাহু আকবর" বলে কল্লা ফেলে দেবেন এখুনি। ইসলাম ধর্ম কি এতোই ঠুনকো যে তাকে রক্ষার জন্য দল করতে হবে? তাও আবার কিনা এই দায়িত্ব পরেছে শুধুই বাংলাদেশী কিছু মুসলমানদের উপর? নাকি বাংলাদেশের মুসলমানেরাই আসল মুসলমান? তাদের হাতেই এই মহান ধর্মটির হেফাজতের দায়িত্বটি অর্পন করেছেন আল্লাহ পাক? যে ধর্ম নিজে নিজে টিকে থাকতে পারেনা সেই ধর্মকে আন্দোলন করে টেকানো যায় না। পৃথিবী থেকে তেমনি দূর্বল বহু ধর্ম নিশ্চিহ্ন হয়ে গেছে ইতিহাস সাক্ষী--- নিশ্চয় আল্লাহ স্বয়ং ইসলামকে হেফাযত করছেন বলেই এই ধর্মটি আজো টিকে আছে প্রায় দেড় হাজার বছর হল। কই? হেফাজতে ইসলাম তখন কোথায় ছিল? নাকি আল্লাহর ধর্মকে তাঁর বান্দাদের পাহারা দিয়ে, নাস্তিকদের সব খুন করে টিকিয়ে রাখতে হবে? ধর্মের বাঁচা মরা মানুষের মনে, তার নিজস্ব বিশ্বাসের সাথে সম্পর্কিত।

ধর্ম বাঁচাতে চাই তার প্রতি মানুষের অগাধ বিশ্বাস আর নিজ জীবনে তার অনুশীলন। আমাদের মত কিছু অনগ্রসর সমাজে কিছু ক্ষমতালিপ্সু ধর্মব্যাবসায়ী আছেন তারাই এসব হেফাজতে ইসলা্মের দোকানপাট খুলে বসেছেন। এরা কারণে অকারণে ধর্ম নিয়ে বাড়াবাড়ি আর অশান্তি শুরু করেন। এদেরকে এখনই রুখে দেয়া উচিৎ। যে সকল ধর্মান্ধ মোল্লারা নাস্তিকদের মেরে ফেলতে চান তাদেরকে যেমন ঘৃনা করি তেমনি সেই সকল নাস্তিকদেরও ঘৃণা করি যারা অন্যের ধর্মবিশ্বাসে কটাক্ষ করেন নোংরা ভাষায়।

মনে রাখবেন ধর্ম আপনার অর্জন নয়--শুধুই উত্তরাধিকার। আপনি হিন্দুর ঘরে জন্ম নিলেই ভগবান ভগবান জপতেন আর গীতা পাঠ করতেন। সবাইকে সবার বিশ্বাস নিয়ে নিশ্বাস নিতে দেন মুক্ত বাতাসে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.