আমাদের কথা খুঁজে নিন

   

মনে হয় সামুতে আর আসবো না

মানুষের জীবনে রোগ-শোক-জরা-ব্যাধি-মৃত্যু-হারানো থাকবেই... কিন্তু সবকিছু থেকে বড় হলো 'বেচেঁ থাকা' ... এই বেচেঁ থাকা দিয়ে সব কিছু জয় করতে হবে । সামুর প্রতি আগ্রহ কমে গেছে আমার, দোষটা শুধু আমার একার না মান কমে গেছে সামুর প্রকাশিত লেখাগুলোর আগে যারা লিখতেন তাদের অনেককেই আর দেখি না তাদের লেখা পড়তে ভালো লাগতো আর ঐ লোভে লোভেই সামুতে আসতাম সামুর পাঠক আমি প্রায় ০৪ বছর ধরে, কিন্তু লিখতে আমি পারিনা খুব একটা, তাই পড়তেই বেশী ভালো লাগতো এখনো অনেকে ভালো লিখছেন, কিন্তু পরিমাণ টা অনেক কম সামুর সকল ব্লগার আর মডারেটর দের সুস্বাস্থ্য কামনা করি যদি আবার ইচ্ছে হয়, আসবো আমার প্রিয় সামুতে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।