আমাদের কথা খুঁজে নিন

   

কনকাকাফের ফাইনালে যুক্তরাষ্ট্র ও পানামা

হন্ডুরাসকে ৩-১ গোলে হারায় স্বাগতিক যুক্তরাষ্ট্র। মেক্সিকোকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে পানামা।
২০০৫ সালের ফাইনালে এই যুক্তরাষ্ট্রের বিপক্ষে টাইব্রেকারে ৩-১ গোলে হেরে শিরোপা স্বপ্ন ভঙ্গ হয় মধ্য আমেরিকার পানামার। তাই রোববার শিকাগোর সোলজার স্টেডিয়ামের ফাইনালে প্রতিশোধ নেয়ার পালা মধ্য আমেরিকার দেশটির।
আর্লিংটনের কাউবয়েস স্টেডিয়ামে স্বাগতিকদের জয়ের নায়ক ফরোয়ার্ড ল্যান্ডন ডোনোভ্যান।

দলকে ফাইনালে তুলতে এদিন জোড়া গোল করেছেন তিনি।
১১ মিনিটে স্ট্রাইকার এডওয়ার্ড জনসনের গোলে প্রথম এগিয়ে যায় মার্কিনিরা। ২৭ মিনিটে ব্যবধান বাড়ান ডোনোভ্যান। দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে হন্ডুরাসের ডিফেন্ডার নেরি মেদিনা ব্যবধান কমালেও এক মিনিট পরেই জয় নিশ্চিত করেন ডোনোভ্যান।
শেষ চারের দ্বিতীয় ম্যাচে সাবেক চ্যাম্পিয়নদের হতাশার শুরু ১৩ মিনিটে।

স্ট্রাইকার ব্লাস পেরেজের গোলে এগিয়ে যায় পানামা। ১৩ মিনিট বাদে মিডফিল্ডার লুইস মন্তেসের গোলে অবশ্য সমতায় ফিরেছিল মেক্সিকো।
কিন্তু ৬১ মিনিটে দলকে ফাইনালে পৌছে দেন টুর্নামেন্টের অন্যতম সফল ফরোয়ার্ড গ্যাবিয়েল তোরেস।
পাঁচ গোল করে সর্বোচ্চ গোলের তালিকায় শীর্ষে আছেন তোরেস এবং যুক্তরাষ্ট্রের ডোনোভ্যান ও ক্রিস ওন্ডোলস্কি।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।