আমাদের কথা খুঁজে নিন

   

বরিশালে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

পুলিশের হয়রানি বন্ধের আশ্বাসে বৃহস্পতিবার দুপুর আড়াইটা থেকে বাস চলাচল শুরু হয়েছে বলে জানান বাস মালিক সমিতির সভাপতি মো. আফতাব হোসেন।
পুলিশি হয়রানির অভিযোগে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে দূরপাল্লার সকল রুটে বাস চলাচল বন্ধ করে দেয় সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও বাস মালিক সমিতি।
এর আগে বুধবার বিকেল সাড়ে ৩টায় অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ করে দেয় তারা।
আফতাব হোসেন জানান, দুপুর ১টার দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক কার্যালয়ে পুলিশ কর্মকর্তা এবং বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক হয়।
“বৈঠকে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মুজাহিদুল ইসলাম তাদের আশ্বাস দেন, ছোটখাট দুর্ঘটনা ঘটলে বাস মালিক সমিতি বা শ্রমিক ইউনিয়নের জিম্মায় দেয়া হবে। অকারণে শ্রমিকদের হয়রানি করবে না পুলিশ।
সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর হোসেন জানান, কারণে অকারণে বাস আটক করে পুলিশ। হয়রানির শিকার হয় সাধারণ শ্রমিকরা। এর প্রতিবাদেই ধর্মঘট ডাকা হয়েছিল।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।