আমাদের কথা খুঁজে নিন

   

পরিচয়ের ফাঁদে!

এখন না, পরে বলবো নে... মেঘ তোমার বলেই কি তুমি বৃষ্টি আমায় দিলে? রাধাচূড়ায় কৃষ্ণ মূর্তির বিলাস, তুমিই বলেছিলে। ছুয়ে যাবে বলেই কি এই দুজনার বৃষ্টি অবিরল? লিখতেই বসেছি, খুজেই চলেছি তোমার পথ ও সরল। আমার কথার দামটি তাই কোথায়? তোমার আচলেই কিনা ভিজে, কাব্যে যখন তোমার কথার ভাঁজ, আমারই রাতে কেন সাজে? তোমার সারারাত ঐ তোমার কাছে থেকে যেতে চেয়েছে, ভয়াল সেই প্রকোষ্ঠও তাই আজ দুজনারেই রেখেছে। তুমি তারপরেও কি আমার ধারণার বাইরের কোন বিষয়? না, এমন করেই বা কেন ভাবছি! তোমার এই পরিচয়। জ্ঞাণ এ আজ পরেছে কি তাই... মরীচিকার আবরণের ও কিছু স্বাদ, তোমারই হাতে রাখা, কোন এক স্বপ্নের ফাঁদেই বুঝি পরেছি আজ!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।