আমাদের কথা খুঁজে নিন

   

পেনড্রাইভ সমস্যা, চাই সমাধান, টেকী ভাইয়েরা হেল্পান !!!

আমার তালগাছ লাগবো না, লইয়া যান !!! আমি ধানমন্ডি থেকে একটা KINGSTONE ১৬ গিঃ বাঃ পেন ড্রাইভ কিনেছি দুইদিন আগে। মাত্র ৮০০ টাকায়। কোন Warrenty দেয় নাই। এটা নাকি লাগেজে এসেছে তাই Warrenty নাই কিন্তু দাম কম নিয়েছে মাত্র ৮০০ টাকা। কেনার পর এটাতে ১৫.৮ গিঃ বাঃ পেয়েছিলাম।

অল্প কিছু ডাটা নিয়েছিলাম অফিস থেকে। পেন ড্রাইভ খুলে ফাইল খুলে দেখেছি, সব ঠিক ঠাক। কিন্ন্তু বাসায় এসে ল্যপ্টপে খুলে দেখি কয়েকটা ফোল্ডারে অসংখ্য ফাইল যার নাম গুলি পড়তে পারছিনা, আবোল তাবোল ক্যরেকটার। ফাইল গুলি খোলেনা, ডিলিট হয়না। অবশেষে পেন্ড্রাইভ ফরম্যাট করতে গেলাম, হলনা।

রিষ্টার্ট দিয়ে ফরম্যাট করলাম। এখন দেখি আমার পেনড্রাইভ এর ভলিউম মাত্র ৩.৮০ গিঃবাঃ। তাহলে বাকিটুকু কই গেলো ? এর কি সমাধান আছে। প্লিজ হেল্পান। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।