আমাদের কথা খুঁজে নিন

   

জাপানি বুড়ো, 'কামিকাজি' আর কিছু ভাবনা

সাধারণ মানুষ প্রথমে আমরা 'কামিকাজি' শব্দটার সাথে পরিচিত হয়ে নিই। Kamikaze (神風) এর সাধারণ অনুবাদ: "divine wind"। এখানে 'kami' সাধারণত "god", "spirit", বা "divinity", বোঝায় আর 'kaze' মানে "wind" (সূত্র:১) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়টাতে জাপান এই কামিকাজির উদ্ভাবন করে। মাসাফুমি আরিমা নামের একজনকে এই কৌশল উদ্ভাবনের জন্য কৃতিত্ব দেয়া হয়। তবে অনেক সময় বিমান বেশি ক্ষতিগ্রস্থ হলে, শত্রুর হাতে ধরা পরার চেয়ে অনেকেই বিমান নিয়ে শত্রুর উপর পড়লেও সেটা পূর্ব পরিকল্পিত থাকত না কামিকাজিদের মত।

একটা বিমানে বোমা, বিস্ফোরক ঠাসা হয় আর তেল নেয়া হয় সর্বোচ্চ পরিমাণে। তারপর একজন পাইলট সেই প্লেনটাকে নিয়ে বিপক্ষের কোন জাহাজে ঝাঁপিয়ে পড়ে। সাধারণ বোমার তুলনায় এর কার্যকারিতা আর 'অ্যাকুরেসি' বেশি হওয়ায় জাপানিরা এর জন্য বিমান আর পাইলট দুটোই বলি দিতে সম্মত হয়েছিল। (আমাদের মুক্তিযুদ্ধের সময় অনেক সাহসী মুক্তিযোদ্ধা বুকে মাইন বেঁধে ট্যাংকের নিচে ঝাঁপ দিয়েছেন -এমন ঘটনারও বহু নজির আছে) যাই হোক, অনেকদিন পর এই কামিকাজির কথা তোলার কারণ একটা খবর। বিবিসির সাইটে চোখ বোলাচ্ছিলাম।

হঠাৎ চোখে পড়ল যে, জাপানের বুড়ো পেনশনভোগী কয়েকজন নিউক্লিয়ার পাওয়ার প্লান্টে কাজে যেতে চাইছেন। ইয়াসেতেরু ইয়ামাদা নামে একজন সামরিক বাহিনী থেকে অবসরপ্রাপ্ত এঞ্জিনিয়ার তার মত বুড়ো লোকদের জড়ো করে প্রায় ২০০ লোকের এক দল তৈরি করেছেন যারা তেজস্ক্রিয় বিকিরণের ঝুঁকি আছে এমন জায়গাতে কাজ শুরু করতে চান। অনেকে এই দলটাকে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কামিকাজি দলের সাথে তুলনা শুরু করে দিয়েছে। ইয়ামাদা বলেন যে, তার বয়স ৭২, তিনি হয়ত আরও ১৩ থেকে ১৫ বছর বাঁচবেন। (জাপনিদের গড় আয়ু ৮২.৯ বছর! সূত্র:২) ক্যান্সার হতেও কিছু সময় লাগবে, তার আগেই হয়ত তিনি মরে যাবেন।

তাই তিনি তরুনদের নিরাপদে রেখে, নিজে ঝুঁকি নিতে চান। সরকার এখনও সিদ্ধান্ত নেয় নি, তবে প্রবীনরা তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমার ভাবনা: আমরা কি পারব অন্যকে বাঁচাতে নিজেকে বিপদের মুখে ফেলতে। এখন না পারি, ৭২ বছর বয়সে কি আমার এমন সাহস হবে? সূত্র:১:http://en.wikipedia.org/wiki/Kamikaze' target='_blank' > wikipedia সূত্র:২ Click This Link কৃতজ্ঞতা: বিবিসির নিউজ পড়ে এই লেখাটা লেখা। [ পুনশ্চ: কামিকাজি অভিযান শুরুতে অভাবনীয় সাফল্য আনলেও পরবর্তিতে সেটা অতটা সফল হয়নি।

মিত্রবাহিনী নানা কৌশল অবলম্বন করে এর মোকাবিলা করেছিল। পরে জাপানও শেষের দিকে অভিজ্ঞ পাইলটের ঘাটতিতে পড়ে যায়] কামিকাজি বিমান ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.