আমাদের কথা খুঁজে নিন

   

১০ বছর কারাদণ্ড হতে পারে সালমানের

২০০২ সালের ‘হিট অ্যান্ড রান কেস’-এ বলিউডি অভিনেতা সালমান খানের ১০ বছরের কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া।
এ পর্যন্ত সালমানের বিচারকার্য পরিচালিত হচ্ছিল ভারতীয় আইনের ৩০৪ ধারা অনুযায়ী। ওই ধারায় অসতর্ক এবং বেপরোয়া গাড়ি চালানোর দায়ে সালমানের বিচারকার্য চলছিল। ওই ধারা অনুযায়ী অপরাধ প্রমাণিত হলে তার ২ বছরের বেশি কারাদণ্ড হওয়ার কথা নয়। তবে ওই মামলার বিচারকার্যে এখন নতুন কিছু ধারা যুক্ত হওয়ায়, ধারণা করা হচ্ছে, তার সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে।


আইনজীবী মাজেদ মেমোন কেসটি সম্পর্কে বলেন, “বহুল আলোচিত এই মামলার শুনানি অনেক পিছিয়ে গেছে। মামলাটির বয়স প্রায় ১১ বছর। আর তাই এর সংশ্লিষ্ট প্রমাণ এবং সাক্ষী খুঁজে পেতেও বেগ পেতে হচ্ছে। বেশ কয়েকজন সাক্ষী ইতিমধ্যে মারা গেছেন এবং অনেকেই বাড়ি পাল্টে ফেলেছেন। ”
মেমোন বলেন, “তবে এখন সব বিষয় সাজিয়ে নেওয়া হয়েছে।

আর তাই আশা করা যাচ্ছে বিচারকার্যে আদালত আর দেরি করবেন না। তবে এটা ঠিক যে সাক্ষীর অভাবে অনেক সময়ই দোষী বেঁচে যায়। ”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।