আমাদের কথা খুঁজে নিন

   

কামসূত্রে সর্বনাশ!

I never knew how to worship until I knew how to love. সম্প্রতি কম্পিউটার সিকিউরিটি ফার্ম সফোস জানিয়েছে, ভয়ানক কম্পিউটার ভাইরাস ছড়িয়ে দিতে মরিয়া হয়ে উঠেছে হ্যাকাররা। পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে কামসূত্রের বিভিন্ন যৌনাসন দেখানো ফাইলটি আদতে কম্পিউটার ভাইরাস। খবর টাইমস অফ ইন্ডিয়ার। সফোস-এর বিশেষজ্ঞ গ্রাহাম ক্লুলেই জানিয়েছেন, ‘কোথায় ক্লিক করতে হবে সে বিষয়ে সাবধানতা গ্রহণ করাই শ্রেয়। কামসূত্র ফাইলে ক্লিক করলে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন দেখানোর পরিবর্তে ব্যাকগ্রাউন্ডে ট্রোজান ভাইরাস ঢুকে পড়ে। জানা গেছে, কামসূত্র ফাইলটিতে ক্লিক করলে Troj/Bckdr-RFM নামের ট্রোজান ভাইরাসটি ইনস্টল হয়ে যায় এবং এর ফলে হ্যকাররা দূর থেকেই আক্রান্ত কম্পিউটারটির নিয়ন্ত্রণ নিতে সক্ষম হন। সফোসের বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ম্যালিসাস ফাইলটি একবার কম্পিউটারে ঢুকে পড়লে হ্যাকাররা ব্যক্তিগত তথ্য চুরির পাশাপাশি ব্যবহারকারীর গতিবিধির ওপর নজরদারী করা, স্প্যাম পাঠানো এবং আক্রান্ত কম্পিউটার ব্যবহার করে ওয়েবসাইট হ্যাক করার মতো ঘটনাও ঘটাতে পারে। ক্লুলেই আরো জানিয়েছেন, এই ম্যালওয়্যারটি ভারতীয় প্রাচীন টেক্সট কামসূত্রের ৬ টিরও বেশি আসন এর স্লাইড দেওয়া আছে। তাই কামসূত্র ভাইরাস থেকে সাবধান হবার জন্য পরামর্শ দিয়েছেন তিনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।