আমাদের কথা খুঁজে নিন

   

ফটোগ্রাফীর কিছু টিপস

আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে অধ্যায়নরত!!! পছন্দ করি গান গাইতে, গান শুনতে আর ছবি তুলতে * Landscape এ আকাশের মেঘ ভালোভাবে ফুটিয়ে তুলতে F number যতটা সম্ভব বাড়িয়ে দিন। * Depth of field কমানো বা bokeh বাড়ানোর জন্য aperture যত বেশী খোলা যায় আর zoom যত বেশী করা যায় তত ভালো। * দিনের বলায় ছবি তোলার সময় exposure compensation (EV) -0.3 রাখুন। ছবির রঙ ভালো আসে। * ছবি raw format এ তুলুন।

এতে ছবিতে অনেক বেশী detail পাওয়া যায়, ছবির quality ও ভালো আসে। * Macro lover? কিন্তু macro lens নেই? lens এর সামনে magnifying glass ধরে ছবি তুলুন। ভালো output পাবেন। * Camera থেকে subject যত কাছে এবং subject থেকে background যত দূরে, background তত blur হবে। মানে, bokeh বেশী হবে।

* Portrait এ focus চোখে রাখা ভালো। * দিনের বেলায় manual setting বুঝতে সমস্যা হলে বা সময় কম পেলে camera এর P option টা ব্যবহার করুন। * Portrait এ perfect tone পেতে target exposure range (+.3 to -.5) হলে ভালো। * Portrait করতে prime lens কিংবা tele lens ব্যবহার করুন। এতে চরম bokeh হবে যা ছবি কে প্রাণবন্ত করে তুলবে।

* 50mm lense এ portrait এর সময় F number 2.8 হলে ভালো। * Wildlife photography এর ক্ষেত্রে চোখে focus করা জরুরী। * Lighting এর ছবি তুলতে tripod ব্যবহার করুন। * Architectural shot এ অনেক সময় color ভালো না আসলে black & white mode ব্যবহার করা ভালো, এতে ছবিটা ভালো আসতে পারে। * Indoor photography এর জন্য external flash ব্যবহার করুন।

* Indoor photography তে flash কে ছাদে bounce করুন (using external flash) আর built in flash হলে তার উপরে একটা সাদা visiting card ধরুন। * ছবি sharp পেতে চাইলে aperture ছোট করুন। - সংগৃহীত ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.