আমাদের কথা খুঁজে নিন

   

এমেচার কবি

বানের জলে ধুয়েমুছে যাক সব জঞ্জাল খিদা লাগছে, রাতে ঘুমাই নাই কি পেইন রে ভাই ঘন্টার পর ঘন্টা শুয়ে থাকি এরপরও ঘুম আসে না,ধ্যাৎ ফাইজলামি নাকি আমি হলে থাকি, বুয়েট রুমের বাকীরা সব ব্যাচমেট সবাই মনোযোগ দিয়া ঘুমাইতেছে আর এই নাইটবার্ড পুলাডা খালি নেটে বিচরাইতাছে ওহ নো, আর পারছি না প্রচন্ড খিদা, তাই না হুমম, ক্যানটিনে যামু কইলজা আর মাম্লেট দিয়া মজার খিচুড়ি খামু যাইতেছি, বিশ মিনিট পর আমু এরপর আয়া আরও কিছুক্ষণ গ্যাজামু এই যে গেলাম কিন্তু ... ... খিচুড়ি নিয়া আয় মিন্টু গপ গপ গপ গাপ গাপ গাপ আহ, কি মজা ... চা দে এক কাপ পানি আর কাগজ দিয়া যা টাকা নিয়া যা ... আইলাম ... ... ধ্যাৎ, ক্যান যে খাইলাম ফান মুডটা নষ্ট হয়া গেছে মাথায় কবিতা উৎপাদন বন্ধ হইছে আচ্ছা ভাই, বিদায় নিলাম সামু থিকা না, এই ব্লগ থিকা গেলাম সিরিয়াস মুড আইছে ... হুমম একটা সিরিয়াস ব্লগ লিখুম --------------------------------- কবির "খায়া দায়া কাম নাই" কাব্যগ্রন্থ থেকে সংকলিত(গ্রন্থটা এখনো লেখা হয় নাই, তয় হইব চিন্তা কইরেন না)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।