আমাদের কথা খুঁজে নিন

   

বড়দের কৌতুক-২

হতাশা আর দু;খ ব্যাথা যাদের দেখে থমকে দাঁড়ায় আজকে তাদের খুব প্রয়োজন, বিশ্ব এসে দু হাত বাড়ায়। মিসেস শর্মা রাতে স্বামীকে জানায়, “শোন একটা সুখবর আছে। আমি এক মাস ওভার ডিউ......তুমি মনে হয় বাবা হতে চলেছ। কিন্তু আমরা টেস্ট না করা পর্যন্ত কিন্তু কাউকে বলবে না। “ পরদিন স্থানীয় এনার্জি কোম্পানি থেকে মিসেস শর্মার কাছে ফোন আসে।

কোম্পানী প্রতিনিধিঃ হ্যালো, মিসেস শর্মা বলছেন? আমি এনার্জি কোম্পানী থেকে বলছি। আপনি এক মাস ওভার ডিউ। মিসেস শর্মাঃ (আশ্চার্য হয়ে) হ্যা, আমি সেটা জানি। কিন্তু আপনারা কিভাবে জানলেন? কোম্পানী প্রতিনিধিঃ এটা আমাদের ফাইলে আছে। মিসেস শর্মাঃ (রাগত স্বরে) আপনাদের ফাইলে আছে? এর মানে কি? এটা কেমন করে সম্ভব? কোম্পানী প্রতিনিধিঃ জ্বী, কোন গ্রাহক ওভার ডিউ হলো কিনা এটা জানবার নিয়ম আছে আমাদের।

মিসেস শর্মাঃ (বিব্রত হয়ে) এটা কিন্তু ঠিক নয়, আপনারা বাড়াবাড়ি করছেন। ঠিক আছে আমি আমার স্বামীর সাথে এই বিষয়ে আলাপ করব। রাতে স্বামী কাজ থেকে ফিরে আসলে মিসেশ শর্মা তাকে সব কিছু খুলে বললেন। মিস্টার শর্মা তো রেগেই লাল। পরদিন সকাল বেলা উঠে তিনি গেলেন কোম্পানী অফিসে।

অফিসে যেয়েই তিনি চিল্লাচিল্লি শুরু করলেন। কে ফোন করে বলেছে আমার স্ত্রী ওভার ডিউ? এটা দিয়ে আপনাদের কি কাজ?? রিসেপসনিস্টঃ স্যার, আপনি খামাখাই চিল্লাচিল্লি করছেন। আপনাকে শুধু পেমেন্ট করতে হবে। মিস্টার শর্মাঃ আর যদি পেমেন্ট না করি তাহলে কি করবেন আপনারা?? মগের মুল্লুক পেয়েছেন? রিসেপসনিস্টঃ স্যার, আপনি পেমেন্ট না করলে আমাদের বেশী কিছু করনীয় নাই। সেক্ষেত্রে আপনারটা কেটে দিতে হবে।

মিস্টার শর্মাঃ (হতাশ হয়ে) কি বললেন, আমার টা কেটে দিবেন? তাহলে আমরা তখন কি করব? রিসেপসনিস্টঃ স্যার, আপনি কি করবেন তা তো ঠিক আমি বলতে পারব না। তবে আপনার স্ত্রী চাইলে মোমবাতি ব্যাবহার করতে পারে। বড়দের কৌতুক-১ : Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।