আমাদের কথা খুঁজে নিন

   

তুখর রোদে আবিস্কার করলাম আমি পাহাড়পুর বৌদ্ধ বিহারে আছি

সামু কি ছিল, আর কি হয়ে গেল ! এটা অবশ্য ফটুকবলগ/ফটোব্লগ। বিহারের মুল ভবনের চারপাশে অনেক টেরাকোটা আছে, অবাক হয়ে দেখতে দেখতে ভাবছিলাম সে আমলে ধর্মের সাথে এই ছবিগুলার সম্পর্ক কি। তবে যেরকম ঠাঠা রোদ ছিল, আর আরেকটু কাছ থেকে দেখতে গেলে পাশের লোক সাবধান করে দিল সাপ বের হয় বলে, দেখি পরের শীতে যাব একবার। ফেরত আসার সময় তুললাম আরো কিছু, এসো জ্ঞান অর্জন করি। মোবাইল দিয়ে সব তুললাম, ম্যাক্রো না তুললে ভাব আসে কি করে? তুলতে গিয়ে দেখি, ওরে বাবা ব্যাপক কস্ট ! সবাইকে শুভ রাত্রি।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।