আমাদের কথা খুঁজে নিন

   

২৮.০৫.২০১১

একদিন জন্মের চিৎকারে পৃথিবীতে এসেছিলাম। আবার একদিন কিছু চিৎকারের মাঝ দিয়েই চলে যাব। কাল একটি টিউটরিয়াল পরীক্ষা আছে তো কি হয়েছে? বার্সেলোনা-ম্যানইউর ফাইনালটি দেখার জন্য একটি পরীক্ষা একটু খারাপ হয় তো হোক না। আমার অন্তত কিচ্ছু যায় আসে না। লিওনেল মেসির বাঁ পায়ের যাদু দেখবো।

দেখবো জাভি-ইনিয়েস্তার শৈল্পিক ফুটবল। এছাড়া ল্যাটিনীয় ছন্দের ছাপও তো থাকবে বার্সেলোনার খেলাতে। ল্যাটিনীয় ছন্দ, ইউরোপীয় গতি এবং লিওনেল মেসি। এত বড় লোভ মাত্র একটি টিউটরিয়াল পরীক্ষার জন্য বাদ দেয়া যায় কি? যায় না বলেই আমি আজ ফাইনাল ম্যাচটি দেখবো। সে পরীক্ষা যত খারাপই হোক না কেন।

তবে কিছুটা পড়াশোনা আগেই করে রেখেছি। আশা করি আগামীকাল সকালে আরো কিছুটা পড়তে পারলে সমস্যা হবে না। কিন্তু রাত ৩টা পর্যন্ত খেলা দেখে কি সকালে পড়তে পারবো? না পারলেও কিচ্ছু করার নেই। কারণ, আমাকে যে ম্যাচটি দেখতেই হবে। কাল তো এর উপরই লিখবো প্রধান রিপোর্টটি।

নাহ, একটু পড়তেই হবে। ম্যাচ শুরু হওয়ার আগেই খানিকটা পড়া শেষ করে নিই না কেন? ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।