আমাদের কথা খুঁজে নিন

   

লাদেনেরে করস দিসে আম্রিকার র‌্যাপে !

do good ভার্সিটিতে পড়ার সময় আমাদের হলের পাশের এলাকায় ওয়াজ হচ্ছিল, ওয়াজ ফরমাইছেন রাজাকার দেলোয়ার হোসেন সাঈদী, হলের নিকটবর্তী হবার কারনে মাইক এ আমরা হল থেকেই সব স্পস্ট শুনতে পাচ্ছিলাম, বরাবরই এসব ওয়াজ মানেই কিছু সুড়সুড়িমুলককথা বার্তা আর ঢোকগেলান কিছু বিষয় ওয়াজের সাথে জুড়ে দেয়া যাতে করে পাবলিকবেশি বেশি খায় ! আর সাঈদী রাজাকার তো আবার এটার ওস্তাদ । যথারীতি শুরু হল ব্য়ান – বলছেন বিশ্ববিদ্যালয়ের মেয়েদের পর্দার কথা - বিশ্ববিদ্যালয়ের মেয়েদের দেখলে আমাদের পড়ে যায় , কি পড়ে যায় ? আমাদের চোখর পানি পড়ে যায় জোরে বলেন নাউজুবিল্লাহ ! বিশ্ববিদ্যালয়ের মেয়েদের দেখলে আমাদের খাড়া হয়ে যায় , কি খাড়া হয়ে যায় ? আমাদের শরীরের পশম খাড়া হয়ে যায় জোরে বলেন নাউজুবিল্লাহ ! ওয়াজের বয়ান শুনে যেখানে আমাদের ধর্মীয় অনুভুতির সৃষ্টি হবার কথা সেখানে আমরা হাসতে লাগলাম । এরপরে গেলেন আরেকটা বিষয় – লাদেন , তখন দেশে তোলপাড় অবস্থা প্রয়াত আধুনিক কবি শামসুর রাহমানের উপর হামলা , সাঈদী রাজাকার শুরু করলেন- লাদেনের নাম শুনলে কিলিন্টন জগে জগে পানি খায় আর তার কি কোন ঠেকা পড়ছে যে উনি শামসুর রাহমানের উপর হামলা করব ? বহুদিন পরে আবার আলোচনায় লাদেন, গত ২রা মে আম্রিকান বাহিনীর হাতে ধরাশায়ী হয়েছেন এবং প্রান দিয়েছেন, কেউ বলছেন পাকিস্থান জানে ,আশ্রয় দিয়েছে , আবার কেউ বলছেন লাদেন জীবিত ধরা পড়েছেন , কেউ বলছেন এটা লাদেন না অন্য কেউ এটা আম্রিকান সি আই এর পেচগি ! এ ধরনের নানা তকমা মেশান কথা চলছে, দুদিন আগের কথা – দুপুর বেলায় পল্টনে যাব, বাসার মোড়ে দাঁড়িয়ে আছি সিএনজি থামানোর জন্যে , আমি নিরুপায় হয়ে প্রায় দশ মিনিট দাঁড়িয়ে আছি , পাশের ঘুন্টি দোকানে এই এলাকার রিকসা ওয়ালারা দুপুরের খাবারের পর বিশ্রাম নিচ্ছে আর চা খাচ্ছেন, আলাপ বেশ জমেছে, বিষয় –লাদেন , আমি আগ্রহের সাথে তাদের আড্ডার কথা শুনতে চেষ্টা করছি , একজন বলছেন আহারে ! আম্রার মুসল্মান গোর নেতা আছিল লাদেন, হেরেউ করস দিলো আম্রিকার র‌্যাপে, আরেকজন বলছে-র‌্যাপ তাইলে আম্রিকাতেও আছে ? হেই র‌্যাপও কি কালা ডেরেস !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।