আমাদের কথা খুঁজে নিন

   

গেইল তাণ্ডবে মুম্বাইয়ের বিদায়

মুম্বাই ইন্ডিয়ানস ভক্তদের আশঙ্কা ছিল একটাই—যদি গেইল ঝড় উঠে! সেই আশঙ্কাকে সত্যি প্রমাণিত করতেই যেন ঝড়টা উঠল। আর সেই ঝড়ের তাণ্ডবে বিদায়ঘণ্টাও বেজে গেল শচীন টেন্ডুলকারের দল মুম্বাইয়ের। মুম্বাইয়ের বিপক্ষে ৪৩ রানের জয়ে আইপিএলের চতুর্থ আসরের ফাইনালে উঠে গেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কাল শনিবার শিরোপার লড়াইয়ে গেইলরা মুখোমুখি হবেন মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংসের। প্রথম ওভারেই আসে ২৭ রান! গেইল তাণ্ডব শুরু হয়েছিল একেবারে শুরু থেকেই।

ক্যারিবীয় এই বিধ্বংসী ব্যাটসম্যান খেলেন ৯ চার ও ৫ ছয়ে ৪৭ বলে ৮৯ রানের ইনিংস। সুবাদে শেষ পর্যন্ত গেইলের দল বেঙ্গালুরুর সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৮৫ রান। ফাইনালে যেতে হলে মুম্বাইয়ের চাই ১৮৬ রান। দলে আছেন শচীন টেন্ডুলকার, কাইরন পোলার্ডের মত ব্যাটসম্যান। লক্ষ্যটা কঠিন, তবে অসম্ভব নয় মোটেই।

ব্যাট হাতে নেমে শচীন এর প্রমাণও দিয়ে যাচ্ছিলেন। কিন্তু ম্যাচে ততক্ষণে আরেক দফা ঝড় বইয়ে দিয়েছেন বেঙ্গালুরু বোলাররা। অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি শিকার করলেন তিনটি উইকেট। দুটি করে উইকেট তুলে নিলেন শ্রীনাথ অরবিন্দ ও জামালউদ্দীন মোহাম্মদ। এই ঝড়ের মধ্যে টেনে-টুনে ৮ উইকেটে ১৪২ রান তুলতে সক্ষম হয় মুম্বাই।

দলের হয়ে ২৪ বলে সর্বোচ্চ ৪০ রান করেন অধিনায়ক শচীন। ওয়েবসাইট। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।