আমাদের কথা খুঁজে নিন

   

আমার পছন্দের কয়েকটি (স্বল্প পরিচিত) INSTRUMENTAL(পুনরায় )

.......... INSTRUMENTALএর ফ্যান হয়েছি বেশ কিছুদিন হলো.........যেদিন প্রথম JOE SATRIANI শুনি সেদিন থেকেই.... আজকের প্রথম আকর্ষণ(!) হলো ELUVIETIE: ব্যান্ডএর শ্রেণীবিভাগ (মেটাল, থ্রাস মেটাল, রক ইত্যাদি)আমি ঠিক বুঝি না। তাই ELUVIETIE ঠিক কোন ভাগে পরে বলতে পারব না......তবে ISARA টা যে ওদের GENRE থেকে সম্পূর্ণ ভিন্ন,তা যে কেউ বুঝতে পারবে................ গানটার mp3 লিঙ্ক Eluvietie-Isara (এই ব্যান্ড এরই আরেকটা গান Eluvietie-Inis mona আর কোনো ইংরেজি গানকে মোবাইলের রিংটোন হিসেবে এত জনপ্রিয় হতে দেখি নাই!!! এরপরেরটা ব্যান্ড THE CORRSএর, নাম Paddy McCarthy, প্রথম যেদিন শুনি সেদিন ঠিক বুঝতে পারছিলাম না, আমার মোবাইলে মশার ডাক রেকর্ড করলাম কবে!!!!!!সে যাই হোক, শুনতে খুব একটা খারাপ লাগে নি.......... The corrs-Paddy McCarthy পরবর্তীতে আছে যে গানটা সেটার নাম BIAXIDENT এর সম্পর্কে বেশিকিছু জানিনা, শুনতে ভালো লাগে তাই শুনি........এর শেষের দিকের লিডটা আমার খুব প্রিয়..... Biaxident সবশেষে আছে যেটা সেটার নাম Nottingham Lace, এর স্রষ্টা হলেন Buckethead নামের এক লোক,....উনার সম্পর্কে যতই জানছি ততই মুগ্ধ হচ্ছি............. তো কথা না বাড়িয়ে শুনে ফেলা যাক.............. Buckethead-Nottingham Lace For mom JOE কে নিয়ে আলাদা পোস্ট দেবার ইস্ছা থাকলো...  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.