আমাদের কথা খুঁজে নিন

   

পছন্দের একটা গান। তাওসিফের "আমার মনটারে যদি" কেউ কি পছন্দের গানটা জোগার করার জন্য এতো কষ্ট করছেন???

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺

তিনমাস আগে একটা পোস্ট দিয়েছিলাম এই গানটাকে চেয়ে।

কিন্তু কেউ দিতে পারলেন না। আইরিন আপু বলেছিল যে গানটা তাওসিফ নামের কোন গায়কের। তারপরে এই তিনমাসে গানটাকে আরো অনেক জায়গায় খুজেছি। কিন্তু পাই নাই। পোলাপাইন ডট কমে রেজিস্ট্রেশন করছিলাম অনেক আগে।

সেইদিন ভাবলাম Deshi MCs এর Banned এলবামটা নামাবো। তাই লগ ইন করলাম। লগ ইন করার পরে দেখলাম অনেক গান। ভাবলাম "এইবার পাইছি!!!!!!!!" সত্যি সত্যি-ই পায়া গেলাম। ।

। গানটা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন নেটে অনেক খুইজাও কোন লিরিক্স পাইলাম না। তাই কানে হেডফোন লাগায়া বইসা পরলাম। পুরা লিরিক্সটাই ভালভাবেই লিখতে পারছি। নিচে দিয়া দিলাম।

আমার মনটারে যদি, পারিতাম বুঝাইতে; মনতো আর গান গাইতো না। আমার মনটারে যদি, পারিতাম বুঝাইতে; মনতো আর গান গাইতো না। গাইতোনা সখী কোন, গাইতোনা তোমার গান; কইতোনা তোমায় কত ভালবাসিতাম। আমার মনটারে যদি, পারিতাম বুঝাইতে; মনতো আর গান গাইতো না। আমার মনটারে যদি, পারিতাম বুঝাইতে; মনতো আর গান গাইতো না।

সখী তোর লাগিয়া পরান কান্দে, লাগেনা ভাল তোর তরে রাত জেগে রই, আসেনা ঘুম। সখী তোর লাগিয়া পরান কান্দে, লাগেনা ভাল তোর তরে রাত জেগে রই, আসেনা ঘুম। তোর তরে হায়, ভালবাসা কত লুকান। আমার মনটারে যদি, পারিতাম বুঝাইতে; মনতো আর গান গাইতো না। আমার মনটারে যদি, পারিতাম বুঝাইতে; মনতো আর গান গাইতো না।

সখী আগুন লাগায়া দিলা, মনের ভেতর; দিন আমার কাটে না, কাটেনা প্রহর। সখী আগুন লাগায়া দিলা, মনের ভেতর; দিন আমার কাটে না, কাটেনা প্রহর। তোর তরে হায়, ভালবাসা কত লুকান। আমার মনটারে যদি, পারিতাম বুঝাইতে; মনতো আর গান গাইতো না। আমার মনটারে যদি, পারিতাম বুঝাইতে; মনতো আর গান গাইতো না।

গাইতোনা সখী কোন, গাইতোনা তোমার গান; কইতোনা তোমায় কত ভালবাসিতাম। আমার মনটারে যদি, পারিতাম বুঝাইতে; মনতো আর গান গাইতো না। আমার মনটারে যদি, পারিতাম বুঝাইতে; মনতো আর গান গাইতো না। গানটা আমার কাছে খুব ভাল লাগে। আপনাদেরও ভাল লাগবে আশা করি।

কেমন লাগলো জানাবেন..........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.