আমাদের কথা খুঁজে নিন

   

ব্রাউজার গুলার এই শর্ট কাট টা কি কেউ জানেন?

ধুর একটু আগে কাজ করতে করতে পেলাম শর্টকাট টা। তাই শেয়ার করলাম। বেশির ভাগ সময় আমি যা লিখতে যাই দেখা যায় যে কেউ না কেউ লিখে বসে আছে। জানিনা এটার ক্ষেত্রে কি হবে। তাও লিখি।

মাউসের স্ক্রোল এর ব্যবহার তো আমরা সবাই জানি। শুধু উপর নিচ নয় ডান বাম এ নেবার জন্যও এই স্ক্রোলটা ব্যবহার হয়। কিন্তু জানেন কি, এইটা দিয়ে আপনি কোন লিংক নতুন উইন্ডোতে খুলতে পারেন? মাঝে মাঝেই আমাদের এমন দরকার হয় যে, কোন লিংক কে নতুন ট্যাব বা পেজে খুলতে হবে। তখন আমরা স্বাভাবিক ভাবে রাইট ক্লিক করে ওপেন ইন এ নিউ উইন্ডো বা ওপেন ইন এ নিউ উইন্ডো তে ক্লিক করি। আর যারা একটু এডভান্স তারা কিবোর্ডে কন্ট্রোল চেপে তারপর লিংকে ক্লিক করেন।

তাতেই নতুন উইন্ডো বা নতুন ট্যাবে পেজ খুলে। কিন্তু মাউসের স্ক্রোল দিয়ে যদি আপনি কোন লিংকে ক্লিক করেন তাহলেও সেটি নতুন উইন্ডো বা ট্যাবে খুলবে। অর্থাৎ আপনি যেই লিংক নতুন ট্যাব বা উইন্ডোতে খুলতে চান তার উপর মাউস নিয়ে স্ক্রোলের চাকাটাকে চাপ দিলেই সেই লিংকটা নতুন উইন্ডো বা ট্যাবে খুলবে। যাদের কাছে বিষয়টা নতুন তাদের নতুন কিছু জানাতে পেরেছি জানতে পারলে ভাল লাগবে। আর যাদের কাছে বিষয়টি পুরান তাদেরকে পুরান জিনিষ নিয়ে বিরক্ত করার জন্য আগেই দুঃখিত বলে রাখলাম।

যে সকল ব্রাউজারে টেষ্ট করা হয়েছেঃ ইন্টারনেট এক্সপ্লোরার ৮, গুগল ক্রোম (সর্ব শেষ ভার্সন) এবং ফায়ার ফক্স (সর্ব শেষ ভার্সন)। হয়ত অন্য সকল ভার্সন বা কিছু ভার্সনে এটি সাপোর্ট করে। ধন্যবাদ সবাইকে কষ্ট করে পড়ার জন্য। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।