আমাদের কথা খুঁজে নিন

   

ফায়ারফক্স ৩.৬ এক জটিল ব্রাউজার বানাইসে.........

মন খুলে কথা বলুন....

আমার ফায়ারফক্স এর স্ক্রীনশটটি দেখুন। কি??? কিরকম লাগে..... void(1); বিশ্বের ব্যাবহৃত ব্রাউজারদের মধ্যে অন্যতম এক ব্রাউজার হল ফায়ারফক্স এটা মোটামোটি আমাদের সবার জানা। এটি অনেক ফাস্ট ব্রাউজ করে বলে অতি জনপ্রিয়, তাছাড়া এটি মুক্ত সফটওয়্যার এর অন্তর্ভূক্ত। বর্তমানে ফায়ারফক্সের নতুন ভার্সন ৩.৬ বেরিয়ে গেছে। এটি আগের সব ভার্সন থেকে আরো দ্রুত গতিতে ব্রাউজ করতে পারে।

সবচেয়ে মজার ব্যাপার হল এতে আগের ভার্সনগুলোর মত থিম নেই। এর থিমগুলো একটু ভিন্ন এবং মারাত্তক সুন্দর যা এই ভার্সঙ্কে আরো ফুটিয়ে তোলে। উইন্ডোজ ব্যাবহারকারীরা নীচের লিংক থেকে ডাউনলোড করতে পারেনঃ Click This Link আর উবুন্টু ব্যাবহারকারীরা শুধু আপডেট করলেই চলবে। এজন্য ubuntuzilla নামে একটি ছোট ফাইল ডাউনলোড করে ইন্সটল করতে হবে। এটি নীচের লিংক থেকে পাওয়া যাবেঃ Click This Link ইন্সটল করার পর terminal খুলে $ubuntuzilla.py কমান্ডটি টাইপ করুন এবং বসে থাকুন কারন আপ্নার কাজ এখানেই শেষ আর অপেক্ষা করুন ফায়ারফক্স এর latest version ব্যাবহার করার জন্য।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।