আমাদের কথা খুঁজে নিন

   

ফুকুশিমার ক্ষতিগ্রস্থ তিনটি পারমানবিক উতপাদন কেন্দ্র এবং আমাদের পারমানবিক চুল্লি

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা জাপানের জনগনের ধৈর্য, সহনশীলতা, শৃংখলা ও ত্যাগ এর প্রশংসা না করে উপায় নেই। সেন্ডাই শহরেরে জনগন প্রথমে রিকটার মাপে ৮.৯ মাত্রার ভূমিকম্প, তারপর ১৫মিটার উঁচু সুনামির ধ্বংসযজ্ঞ। যেই সুনামিতে শহরই নিশ্চিন্ন হয়ে গেছে। এতেও দুর্ভোগ শেষ হয়নি। নিকটস্থ তিনটি পারমানবিক কেন্দ্রতে দেখা দেয় অগ্নিকান্ড।

জনগনকে জাপানী সরকার ক্ষতিগ্রস্থ পরমাণু কেন্দ্রের বিস্তারিত বিবরন সঠিক ভাবে কখনও দেননি। প্রথমে ক্ষতিগ্রস্থ পরমাণু কেন্দ্রের ২০কিমিঃ ব্যসার্ধে বসবাসরত এলাকাবাসীদের অন্যত্র চলে যেতে বলা হয়। এক সপ্তাহের মধ্যে ২০কিমিঃ ব্যসার্ধের পরিধি বাড়িয়ে ৩০কিমিঃ করা হয়। বংশানুক্রমে যুগ যুগ ধরে যারা এই এলাকায় বাস করছেন, এরা সরকারী সাহায্য ছাড়া অনির্দিস্টকালের জন্য কোথায় যাবেন? সর্বশেষ জানা যায় ফুকুশিমার ক্ষতিগ্রস্থ তিনটি পারমানবিক উতপাদন কেন্দ্র গলে গেছে। অর্থাত ৩০কিমিঃ ব্যসার্ধের এলাকা বাসীরা হয়তো তাদের জীবদ্দসায় ঐ এলাকায় তেজষ্ক্রীয়তার কারনে আর ফিরতে পারবেন না।

তবুও আমাদের মন্ত্রী জানিয়েছেন বাংলাদেশের পারমানবিক চুল্লি সম্বলিত বিদ্যুত কেন্দ্র ঈস্বরদীতে হবেই। আধুনিক পারমানবিক চুল্লি হবার কারনে নাকি এতে ফুকুশিমা ধরনের দূর্ঘটনা হবার সমভাবনা কম। আপনাদের মতামত ক? এ বিষয়ে লিংক সমূহঃ চেরনবিল, থৃ মাইল আইল্যন্ড ও ফুকুশিমা চেরনবিল ও ফুকুশিমা ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।