আমাদের কথা খুঁজে নিন

   

নজরুল জয়ন্তীতে পটুয়াখালীতে মঞ্চায়িত হবে প্রাঙ্গণেমোর এর নাটক দ্রোহ প্রেম নারী

https://www.facebook.com/touhidalam69 জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১১২তম জন্ম জয়ন্তী উপলক্ষে পটুয়াখালীতে মঞ্চায়িত হতে যাচ্ছে তাঁর কালজয়ী সৃষ্টি আলেয়া গীতিনাট্য অবলম্বনে নাটক দ্রোহ প্রেম নারী। আগামী ২৭মে নজরুল জয়ন্তী উদযাপনপর্যদ, পটুয়াখালী আয়োজিত শিল্পকলা একাডেমি হলে মঞ্চায়িত হবে প্রাঙ্গনেমোর-এর নন্দিত নাট্যপ্রযোজনাটি। দ্রোহ প্রেম নারী নাটকটি নির্দেশনা দিয়েছেন দলের তরুণ নাট্য নির্দেশক রামিজ রাজু। নজরুলের নাটকের চর্চা বাংলার মঞ্চে খুব একটা পরিলক্ষিত হয় না। সেক্ষেত্রে প্রাঙ্গণেমোর-এর দ্রোহ প্রেম নারী নজরুল নাট্যচর্চার প্রচার ও প্রসারে বিশেষ সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।

নজরুলের অসামান্য কিছু গান ও কোরিওগ্রাফী দ্রোহ প্রেম নারী নাটকটিকে এনে দিয়েছে এক ভিন্ন্‌ মাত্রা। তিনটি পুরুষ তিনটি নারী -চিরকালের নরনারীর প্রতীক- হৃদয়ের ভালবাসার আগুনে দগ্ধ হলো -তাই নিয়ে এই নাট্য। মনুষ্য হৃদয় যাকে চিরকাল অবহেলা করে এসেছে তাকেই সে ফিরে পেতে চায় তার চলে যাবার পর। হৃদয়ের এই রহস্যই মানুষকে করেছে চিররহস্যময়। পৃথিবীকে করেছে বিচিত্র সুন্দর।

আলেয়া গীতিনাট্য অবলম্বনে দ্রোহ প্রেম নারী কবি কাজী নজরুল ইসলামের চির আত্ন-অভিমানী প্রেমিক হৃদয়ের সেই ইঙ্গিত বহন করে। নাটকটিতে অভিনয় করেছেন- অনন্ত হিরা, নূনা আফরোজ, সরোয়ার আলম সৈকত, শুভেচ্ছা, কিশোর, মনির, রিগ্যান, সুমী, সীমান্ত, গাজী রাসেল, বিপ্লব, মামুন, রাজ, রিফাত, সুজন, আসিফ, আশা, উষা ও দৃষ্টি। নজরুল বেঁচে থাকুক তাঁর বিদ্রোহে, অভিমানে, ভালোবাসায়। নজরুল নাট্যচর্চার দুয়ার প্রসারিত হোক সর্বত্র- নজরুল জন্ম জয়ন্তীতে প্রাঙ্গণেমোর-এর এই প্রত্যাশা। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।