আমাদের কথা খুঁজে নিন

   

নজরুল ।



অগ্নিবীনার চারন কবি বাংলার বুলবুল, মানুষের কবি, সাম্যের কবি হে আমার প্রিয় নজরুল । এসেছিলে তুমি আমাদের মাঝে আলোর মশাল লয়ে, চেতনা মদের দিয়োছো তুমি গানের ছন্দ হয়ে । শোষন আর নির্যাতনের বিরুদ্ধে ছিল সদা তোমার অভিযান, তাইতো জেলে বসেও গেয়োছো তুমি শিকল ভাঙ্গার গান । বৃটিশের বিরুদ্ধে তোমার উর্দ্ধত শির কভু হয় নাই নত, জেল জুলুম আর অত্যাচার তাইতো সয়েছো অবিরত । হে মানুষের কবি, সাম্যের কবি হে মোর বিদ্রোহী, আজকে তোমার জন্ম দিনেতে মোদের প্রনাম লহ ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।